কৃষিবীদ হাসান জাফির তুহিন তৃণমূলের নেতা-কর্মীদের কাছে অকৃত্রিম প্রিয় মুখ, মানুষের হৃদয়ের নেতা হয়ে উঠেছেন।
গতকাল মঙ্গলবার পাবনা-৩ এর পার্শ্বডাঙ্গা ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের যে ঢল নেমেছে, তা কোনো প্রচারণা নয়—এটা যেন সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ, আস্থার প্রতিচ্ছবি। অনেকের মতে মাত্র ১০ দিন আগে যাঁর প্রার্থিতা ঘোষণা, অথচ হাজারো মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে হাসান জাফির তুহিন ভাই শুধু একজন প্রার্থী নন, তিনি মানুষে-মানুষে গড়ে ওঠা বিশ্বাসের নাম।
তৃণমূলের হৃদয়ে জায়গা করে নেওয়া এই নেতা পাবনা-৩ এ আশার আলো হয়ে এসেছেন। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ বিজয়ের প্রতীক হয়ে উঠবে তাঁর হাত ধরে। কৃষিবীদ হাসান জাফির তুহিন তাঁর কর্ম, মমতা ও নিরলস পরিশ্রম দিয়ে পাবনা-৩ এর মানুষের প্রত্যাশা পূরণে নতুন দিগন্ত রচনা করবেন, এই প্রত্যাশা এই আসনের অধিকাংশ জনগণের।
স্থানীয় এক নেতা দাবী করেন, এই জনসমুদ্রই জানান দেয় —পরিবর্তন সময়ের দাবি নয়, জনতার আহ্বান। আর সেই আহ্বানে সাড়া দিতেই আসছেন তুহিন ভাই—ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল প্রতিশ্রুতি।