১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মডেল আদনানের সিনেমায় অভিষেক

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আন্তর্জাতিক মডেল নিবিড় আদনানের অভিষেক হতে যাচ্ছে বড়পর্দায়। মডেলিংয়ে এক দশকের ক্যারিয়ারে দেশে ও বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি। এবার আসছে ঈদে সানি সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় হাজির হতে চলেছেন। 

খুন রহস্যে ঘেরা একটি বিরল সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

মঙ্গলবার (৩ জুন) মুক্তি পেয়েছে রবিউল ইসলাম জীবনের কথায় ইমরান ও কোনালের কণ্ঠে চলচ্চিত্রটির প্রথম গান ‘তোমাকে চাই’। গানের দৃশ্যে নিবিড়ের সঙ্গে দেখা গেছে পূজা ক্রুজকে।

২০২২ সালে বলিউডের নির্মাতা বাবা যাদবের পরিচালনায় টলিউডের পূজা ব্যানার্জির বিপরীতে টিএম রেকর্ডসের ‘চল রাতকে করি ভোর’ গানে পারফর্ম করে বড়পর্দায় নিজের সম্ভাবনার ইঙ্গিত জানিয়েছিলেন এ মডেল। অভিনয়ে ইতিপূর্বে বেশকিছু টেলিফিল্ম, সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেন নিবিড়।

সব ছাপিয়ে নিজের খোলনলচে পাল্টে একেবারে আটপৌরে লুকে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন নিবিড়। সম্প্রতি চলচ্চিত্রটির টিজার মুক্তির পর মঙ্গলবার প্রথম গানটি প্রকাশের পরপরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসায় ভাসছেন নিবিড়।

তিনি বলেন, ‘মডেলিংয়ে সাফল্য পেলেও সবসময় মনে হয়েছে অভিনয়ই আমার চূড়ান্ত গন্তব্য। সে লক্ষ্যেই দীর্ঘদিন নিজেকে অভিনয়ের জন্য প্রস্তুত করেছি। মঞ্চে অভিনয় শিখেছি। অডিশনের মাধ্যমে নিজেকে প্রমাণ করেই চলচ্চিত্রটিতে যুক্ত হয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রটিতে আমাকে সিলেক্ট করায় সানি ভাইর প্রতি কৃতজ্ঞতা। ঈদে এটি মুক্তি পেতে যাচ্ছে, তাই ভীষণ আনন্দিত। কখনও ভাবিনি এমন লুকে দর্শকের সামনে হাজির হবো। সানি ভাই সেটা করে দেখিয়েছেন। আজমেরী হক বাঁধন, মিশা সওদাগর কিংবা ফারুক আহমেদ, প্রত্যেকের চরিত্রই অসাধারণ, তাদের মতো সিনিয়র অ্যাক্টরদের সঙ্গে কাজ করে সমৃদ্ধ হয়েছি।’গানের একটি দৃশ্য ও নিবিড় আদনানআনন্দের পাশাপাশি নিবিড়ের কণ্ঠে ঝরে পড়ল খানিকটা বিষাদও। চলচ্চিত্রটিতে তার চরিত্রটিতে সম্পূর্ণ অভিনয় করা হয়নি। গত জুলাই-তে ক্যালিফোর্নিয়া একটি সম্মানজনক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার নিতে যোগ দেয়ার পর ব্যক্তিগত কিছু কারণে যুক্তরাষ্ট্রেই অবস্থান করতে হয়েছে তাকে।

নিবিড় বলেন, ‘চলচ্চিত্রটিতে অভিনয়ের মাঝপথেই ক্যালিফোর্নিয়ায় আসতে হয়। বেশ কিছু দৃশ্যে অভিনয় মিস করেছি। নইলে বড়পর্দায় প্রথম উপস্থিতিটা আরও দারুণ উপভোগ্য হয়ে উঠতো। আমি নির্মাতা-প্রযোজক এবং আমার নিজের কাছেও অনেক সরি। তবু আশা করছি, আমাকে যারা ভালোবাসেন তারা আমার অনুপ্রেরণা হয়েই থাকবেন।’

দেশের প্রথম সারির মডেল আদনান নিবিড় দেশিয় প্রায় সব ব্র্যান্ডের সঙ্গেই কাজ করেছেন। দীর্ঘ সময় কাজ করেছেন ভারতের মুম্বাইয়ে। আমাজন ইন্ডিয়া, রেমন্ড,স্পাইকার ছাড়াও অনেক ভারতীয় ব্র্যান্ডের পণ্যের মুখ হিসেবে দেখা গেছে তাকে। সম্প্রতি ইতালির বিশ্বখ্যাত বুলগারি ব্র্যান্ডের পারফিউমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য সম্মান বয়ে এনেছেন তিনি। এছাড়া ঢাকা ও মুম্বাইয়ের বাইরে লন্ডন ও দুবাইভিত্তিক ব্র্যান্ডের মডেল হিসেবেও কাজ করেছেন নিবিড়।

নিবিড় জানান, বড়পর্দায় দেশে ও দেশের বাইরে চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয়ের ব্যাপারে বেশকিছু চমকপ্রদ কাজের খবর তার ঝুলিতে আছে। শিগগিরই তা জানতে পারবেন দর্শক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

জনপ্রিয় খবর

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে, শামছুর রহমান শিমুল বিশ্বাসের শুভেচ্ছা

আন্তর্জাতিক মডেল আদনানের সিনেমায় অভিষেক

Update Time : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আন্তর্জাতিক মডেল নিবিড় আদনানের অভিষেক হতে যাচ্ছে বড়পর্দায়। মডেলিংয়ে এক দশকের ক্যারিয়ারে দেশে ও বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি। এবার আসছে ঈদে সানি সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় হাজির হতে চলেছেন। 

খুন রহস্যে ঘেরা একটি বিরল সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

মঙ্গলবার (৩ জুন) মুক্তি পেয়েছে রবিউল ইসলাম জীবনের কথায় ইমরান ও কোনালের কণ্ঠে চলচ্চিত্রটির প্রথম গান ‘তোমাকে চাই’। গানের দৃশ্যে নিবিড়ের সঙ্গে দেখা গেছে পূজা ক্রুজকে।

২০২২ সালে বলিউডের নির্মাতা বাবা যাদবের পরিচালনায় টলিউডের পূজা ব্যানার্জির বিপরীতে টিএম রেকর্ডসের ‘চল রাতকে করি ভোর’ গানে পারফর্ম করে বড়পর্দায় নিজের সম্ভাবনার ইঙ্গিত জানিয়েছিলেন এ মডেল। অভিনয়ে ইতিপূর্বে বেশকিছু টেলিফিল্ম, সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেন নিবিড়।

সব ছাপিয়ে নিজের খোলনলচে পাল্টে একেবারে আটপৌরে লুকে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন নিবিড়। সম্প্রতি চলচ্চিত্রটির টিজার মুক্তির পর মঙ্গলবার প্রথম গানটি প্রকাশের পরপরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসায় ভাসছেন নিবিড়।

তিনি বলেন, ‘মডেলিংয়ে সাফল্য পেলেও সবসময় মনে হয়েছে অভিনয়ই আমার চূড়ান্ত গন্তব্য। সে লক্ষ্যেই দীর্ঘদিন নিজেকে অভিনয়ের জন্য প্রস্তুত করেছি। মঞ্চে অভিনয় শিখেছি। অডিশনের মাধ্যমে নিজেকে প্রমাণ করেই চলচ্চিত্রটিতে যুক্ত হয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রটিতে আমাকে সিলেক্ট করায় সানি ভাইর প্রতি কৃতজ্ঞতা। ঈদে এটি মুক্তি পেতে যাচ্ছে, তাই ভীষণ আনন্দিত। কখনও ভাবিনি এমন লুকে দর্শকের সামনে হাজির হবো। সানি ভাই সেটা করে দেখিয়েছেন। আজমেরী হক বাঁধন, মিশা সওদাগর কিংবা ফারুক আহমেদ, প্রত্যেকের চরিত্রই অসাধারণ, তাদের মতো সিনিয়র অ্যাক্টরদের সঙ্গে কাজ করে সমৃদ্ধ হয়েছি।’গানের একটি দৃশ্য ও নিবিড় আদনানআনন্দের পাশাপাশি নিবিড়ের কণ্ঠে ঝরে পড়ল খানিকটা বিষাদও। চলচ্চিত্রটিতে তার চরিত্রটিতে সম্পূর্ণ অভিনয় করা হয়নি। গত জুলাই-তে ক্যালিফোর্নিয়া একটি সম্মানজনক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার নিতে যোগ দেয়ার পর ব্যক্তিগত কিছু কারণে যুক্তরাষ্ট্রেই অবস্থান করতে হয়েছে তাকে।

নিবিড় বলেন, ‘চলচ্চিত্রটিতে অভিনয়ের মাঝপথেই ক্যালিফোর্নিয়ায় আসতে হয়। বেশ কিছু দৃশ্যে অভিনয় মিস করেছি। নইলে বড়পর্দায় প্রথম উপস্থিতিটা আরও দারুণ উপভোগ্য হয়ে উঠতো। আমি নির্মাতা-প্রযোজক এবং আমার নিজের কাছেও অনেক সরি। তবু আশা করছি, আমাকে যারা ভালোবাসেন তারা আমার অনুপ্রেরণা হয়েই থাকবেন।’

দেশের প্রথম সারির মডেল আদনান নিবিড় দেশিয় প্রায় সব ব্র্যান্ডের সঙ্গেই কাজ করেছেন। দীর্ঘ সময় কাজ করেছেন ভারতের মুম্বাইয়ে। আমাজন ইন্ডিয়া, রেমন্ড,স্পাইকার ছাড়াও অনেক ভারতীয় ব্র্যান্ডের পণ্যের মুখ হিসেবে দেখা গেছে তাকে। সম্প্রতি ইতালির বিশ্বখ্যাত বুলগারি ব্র্যান্ডের পারফিউমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য সম্মান বয়ে এনেছেন তিনি। এছাড়া ঢাকা ও মুম্বাইয়ের বাইরে লন্ডন ও দুবাইভিত্তিক ব্র্যান্ডের মডেল হিসেবেও কাজ করেছেন নিবিড়।

নিবিড় জানান, বড়পর্দায় দেশে ও দেশের বাইরে চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয়ের ব্যাপারে বেশকিছু চমকপ্রদ কাজের খবর তার ঝুলিতে আছে। শিগগিরই তা জানতে পারবেন দর্শক।