০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্যামসন এইচ চৌধুরীর স্মরণে পাবনা প্রেসক্লাবে শ্রদ্ধা ও স্মরণসভা

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৯ Time View

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা তাঁকে দেশের অর্থনীতির অন্যতম শ্রেষ্ঠ কারিগর হিসেবে অভিহিত করেন।

প্রধান অতিথির বক্ত্যবে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী (পাবনা-৫) অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন প্রাসঙ্গিক থাকবেন স্যামসন এইচ চৌধুরী। বাংলাদেশের ঔষধ শিল্পকে বিশ্বমানে উন্নীত করার পেছনে তাঁর যে অদম্য সাহস ছিল, তা আজ আমাদের গর্বের বিষয়।পাবনার মাটি ও মানুষের প্রতি তাঁর যে গভীর মমত্ববোধ ছিল, তা আজকের প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। আজ স্কয়ার গ্রুপের মাধ্যমে প্রায় ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, তা অর্থনীতিকে এক শক্তিশালী ভিত্তি দিয়েছে।

এসময় বিভিন্ন বক্তারা বলেন, স্যামসন এইচ চৌধুরী কেবল একজন সফল শিল্পপতিই ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত স্কয়ার গ্রুপ আজ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, যেখানে কাজ করছেন হাজার হাজার মানুষ। শিল্প ও বাণিজ্যের প্রসারের পাশাপাশি নারী অধিকার রক্ষা, শিল্প-সাহিত্য এবং প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয়।

একটি সাধারণ স্বপ্ন থেকে স্কয়ার গ্রুপের মতো বিশাল সাম্রাজ্য গড়ে তুলে তিনি দেশের কর্মসংস্থানে বিপ্লব ঘটিয়েছেন। পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য হওয়া ছাড়াও তিনি বহু সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। বক্তাদের মতে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তাঁর কর্মময় জীবন প্রজন্মের পর প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে।

এসময় বক্তব্যরাখেন, বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম। আব্দুল মতিন খান, সভাপতি, সংবাদপত্র পরিষদ। আব্দুল খালেক, প্লান্ট ডিরেক্টর, স্কয়ার গ্রুপ।

এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রফেসর হাবিবুল্লাহ, প্রেসক্লাব সদস্য মান্নান মাস্টার, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা এবং এনএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক। অনুষ্ঠানে পাবনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্কয়ার গ্রুপের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবেনা – হাবিবুর রহমান হাবিব

স্যামসন এইচ চৌধুরীর স্মরণে পাবনা প্রেসক্লাবে শ্রদ্ধা ও স্মরণসভা

Update Time : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা তাঁকে দেশের অর্থনীতির অন্যতম শ্রেষ্ঠ কারিগর হিসেবে অভিহিত করেন।

প্রধান অতিথির বক্ত্যবে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী (পাবনা-৫) অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন প্রাসঙ্গিক থাকবেন স্যামসন এইচ চৌধুরী। বাংলাদেশের ঔষধ শিল্পকে বিশ্বমানে উন্নীত করার পেছনে তাঁর যে অদম্য সাহস ছিল, তা আজ আমাদের গর্বের বিষয়।পাবনার মাটি ও মানুষের প্রতি তাঁর যে গভীর মমত্ববোধ ছিল, তা আজকের প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। আজ স্কয়ার গ্রুপের মাধ্যমে প্রায় ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, তা অর্থনীতিকে এক শক্তিশালী ভিত্তি দিয়েছে।

এসময় বিভিন্ন বক্তারা বলেন, স্যামসন এইচ চৌধুরী কেবল একজন সফল শিল্পপতিই ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত স্কয়ার গ্রুপ আজ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, যেখানে কাজ করছেন হাজার হাজার মানুষ। শিল্প ও বাণিজ্যের প্রসারের পাশাপাশি নারী অধিকার রক্ষা, শিল্প-সাহিত্য এবং প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয়।

একটি সাধারণ স্বপ্ন থেকে স্কয়ার গ্রুপের মতো বিশাল সাম্রাজ্য গড়ে তুলে তিনি দেশের কর্মসংস্থানে বিপ্লব ঘটিয়েছেন। পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য হওয়া ছাড়াও তিনি বহু সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। বক্তাদের মতে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তাঁর কর্মময় জীবন প্রজন্মের পর প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে।

এসময় বক্তব্যরাখেন, বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম। আব্দুল মতিন খান, সভাপতি, সংবাদপত্র পরিষদ। আব্দুল খালেক, প্লান্ট ডিরেক্টর, স্কয়ার গ্রুপ।

এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রফেসর হাবিবুল্লাহ, প্রেসক্লাব সদস্য মান্নান মাস্টার, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা এবং এনএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক। অনুষ্ঠানে পাবনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্কয়ার গ্রুপের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।