বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাবনা জাসাস ও ড্যাব পাবনার যৌথ আয়োজনে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দেশের নিজস্ব সংস্কৃতির পুনরুজ্জীবনে ‘শহীদ জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব পাবনার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনূর ইসলাম রেমন, ড্যাব পাবনা জেলা শাখার সদস্য ডা. শামছুল হক এবং পাবনা জেলা জাসাসের সদস্য ডা. সরোয়ার জাহান ফয়েজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাসাসের আহ্বায়ক খন্দকার ফরিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।