০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এলপি গ্যাসে ভ্যাট বেড়ে ১০%

এর আগে জানুয়ারিতে এলপি গ্যাস উৎপাদনে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করে এনবিআর।

আগামী অর্থবছরের বাজেটে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির রেয়াতি সুবিধার সময়সীমা বাড়ালেও স্থানীয় উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট হার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থান করেন, যেখানে এলপি গ্যাস উৎপাদনে ভ্যাট আড়াই শতাংশ বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে রেয়াতি সুবিধা থাকবে ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এর আগে জানুয়ারিতে এলপি গ্যাস উৎপাদনে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করে এনবিআর।

তখন বলা হয়েছিল, এনবিআর সাড়ে ৭ শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি প্রদান করল।

এর আগে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক, কর ও ভ্যাট বাড়ানোর অধ্যাদেশ জারির পরপর এনবিআরের এ বিষয়ক নির্দেশনার পর এলপি গ্যাসের করভার নিয়ে জটিলতা দেখা দেয়। যে কারণে বিষয়টি সুষ্পষ্ট করতে বিশেষ আদেশ জারি করেছিল সংস্থাটি।

তখন শতাধিক পণ্যে শুল্ক, কর ও ভ্যাট জারি করার অধ্যাদেশে দেখা যায় তফশিলভুক্ত পণ্য থেকে এলপি গ্যাসকে বাদ দেওয়া হয়। তফশিলভুক্ত থাকা অবস্থায় এলপি গ্যাসের উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট ছিল।

আইন অনুযায়ী, তফশিল থেকে এ পণ্য বাদ দেওয়ায় এতে স্বাভাবিক নিয়মে অর্থাৎ ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হয়ে পড়ে।

কিন্তু এনবিআর থেকে দেওয়া নির্দেশনায় দেখা যায়, এলপি গ্যাসের উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে।

এমন অবস্থায় কমিশনারেট কত আদায় করবে এবং ব্যবসায়ীরা কত শতাংশ ভ্যাট দেবে তা নিয়ে জটিলতার মধ্যে এনবিআর বিশেষ আদেশে এটি স্পষ্ট করে।

কর বসানোর ক্ষেত্রে অধ্যাদেশের প্রয়োজন হলেও এখানে যেহেতু অব্যাহতির বিষয় তাই বিশেষ আদেশের মধ্য দিয়ে আইনি জটিলতা কাটানোর চেষ্টা করে এনবিআর।

ছয় মাস পর এলপি গ্যাস উৎপাদনে আরেক দফা ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হল। ফলে এলপি গ্যাসের দাম বেড়ে গৃহস্থালী ব্যয় বাড়তে পারে।

এদিকে সোমবার এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে, তাতে দাম কেজি প্রতি দাম কমেছে ২ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি; যা এদিন সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর করা হবে।

সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমায় জুন মাসের জন্য এলপি গ্যাসের দাম কেজিতে ২ টাকা ৩০ পয়সা করে কমেছে। তাতে বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের দাম কমছে ২৭ টাকা ৬০ পয়সা।

নতুন দর অনুযায়ী, জুন মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডার ১৪০৩ টাকা, ১৫ কেজি সিলিন্ডার ১৭৫৪ টাকা, ২০ কেজি সিলিন্ডার ২৩৩৯ টাকা, ২৫ কেজি সিলিন্ডার ২৯২৪ টাকা, ৩০ কেজি সিলিন্ডার ৩৫০৮ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডার ৫ হাজার ২৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Khaled Hossain

জনপ্রিয় খবর

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে, শামছুর রহমান শিমুল বিশ্বাসের শুভেচ্ছা

এলপি গ্যাসে ভ্যাট বেড়ে ১০%

Update Time : ১০:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

এর আগে জানুয়ারিতে এলপি গ্যাস উৎপাদনে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করে এনবিআর।

আগামী অর্থবছরের বাজেটে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির রেয়াতি সুবিধার সময়সীমা বাড়ালেও স্থানীয় উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট হার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থান করেন, যেখানে এলপি গ্যাস উৎপাদনে ভ্যাট আড়াই শতাংশ বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে রেয়াতি সুবিধা থাকবে ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এর আগে জানুয়ারিতে এলপি গ্যাস উৎপাদনে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করে এনবিআর।

তখন বলা হয়েছিল, এনবিআর সাড়ে ৭ শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি প্রদান করল।

এর আগে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক, কর ও ভ্যাট বাড়ানোর অধ্যাদেশ জারির পরপর এনবিআরের এ বিষয়ক নির্দেশনার পর এলপি গ্যাসের করভার নিয়ে জটিলতা দেখা দেয়। যে কারণে বিষয়টি সুষ্পষ্ট করতে বিশেষ আদেশ জারি করেছিল সংস্থাটি।

তখন শতাধিক পণ্যে শুল্ক, কর ও ভ্যাট জারি করার অধ্যাদেশে দেখা যায় তফশিলভুক্ত পণ্য থেকে এলপি গ্যাসকে বাদ দেওয়া হয়। তফশিলভুক্ত থাকা অবস্থায় এলপি গ্যাসের উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট ছিল।

আইন অনুযায়ী, তফশিল থেকে এ পণ্য বাদ দেওয়ায় এতে স্বাভাবিক নিয়মে অর্থাৎ ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হয়ে পড়ে।

কিন্তু এনবিআর থেকে দেওয়া নির্দেশনায় দেখা যায়, এলপি গ্যাসের উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে।

এমন অবস্থায় কমিশনারেট কত আদায় করবে এবং ব্যবসায়ীরা কত শতাংশ ভ্যাট দেবে তা নিয়ে জটিলতার মধ্যে এনবিআর বিশেষ আদেশে এটি স্পষ্ট করে।

কর বসানোর ক্ষেত্রে অধ্যাদেশের প্রয়োজন হলেও এখানে যেহেতু অব্যাহতির বিষয় তাই বিশেষ আদেশের মধ্য দিয়ে আইনি জটিলতা কাটানোর চেষ্টা করে এনবিআর।

ছয় মাস পর এলপি গ্যাস উৎপাদনে আরেক দফা ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হল। ফলে এলপি গ্যাসের দাম বেড়ে গৃহস্থালী ব্যয় বাড়তে পারে।

এদিকে সোমবার এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে, তাতে দাম কেজি প্রতি দাম কমেছে ২ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি; যা এদিন সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর করা হবে।

সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমায় জুন মাসের জন্য এলপি গ্যাসের দাম কেজিতে ২ টাকা ৩০ পয়সা করে কমেছে। তাতে বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের দাম কমছে ২৭ টাকা ৬০ পয়সা।

নতুন দর অনুযায়ী, জুন মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডার ১৪০৩ টাকা, ১৫ কেজি সিলিন্ডার ১৭৫৪ টাকা, ২০ কেজি সিলিন্ডার ২৩৩৯ টাকা, ২৫ কেজি সিলিন্ডার ২৯২৪ টাকা, ৩০ কেজি সিলিন্ডার ৩৫০৮ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডার ৫ হাজার ২৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।