“বাজেটে শুল্ক বাড়ানো হলে এই ইন্ডাস্ট্রিকে গলা টিপে মেরে ফেলার মতো হবে,” বলেন মোহাম্মদ আলী।
নতুন বাজেটে ওটিটি বা ওভার দ্য টপ প্লাটফর্ম সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। তাতে অনলাইনে সিনেমা, সিরিজসহ বিভিন্ন কন্টেন্ট দেখতে বাড়তি খরচ গুনতে হবে দর্শকদের।
সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব রেখেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সম্পূরক শুল্ক আরোপ করায় ওটিটি ইন্ডাস্ট্রি ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
ওটিটি প্লাটফর্ম বঙ্গের হেড অব কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, “এটা তো দেশের ওটিটি ইন্ডাস্ট্রির জন্য বিপদের কারণ হবে। ওটিটি তো আমাদের দেশে এখনো ইন্ডাস্ট্রি হয়ে উঠতে পারেনি। কেবলমাত্র চেষ্টা করছে।
“এরকম একটা আপগ্রোয়িং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে শুল্ক আরোপ তো ইন্ডাস্ট্রিকে ক্ষতির মুখে ফেলবে।”
বর্তমানে ২ শতাংশ অগ্রিম আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট গুনতে হয় জানিয়ে মোহাম্মদ আলী হায়দার বলেন, “এর সঙ্গে যদি ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়ে থাকে, তবে কী দাঁড়াবে- তা নিয়ে সবার কথা বলা উচিত।
“কারণ এর ফলে ওটিটি প্লাটফর্মে সাবস্ক্রিপশন ফি বাড়াতে হবে, যা গ্রাহকই বহন করবেন। ওটিটি বাংলাদেশে এখনো আপগ্রোয়িং পর্যায়ে আছে। বাজেটে শুল্ক বাড়ানো হলে এই ইন্ডাস্ট্রিকে গলা টিপে মেরে ফেলার মতো হবে।”
নতুন সম্পূরক শুল্ক বিদেশি ও দেশি ওটিটির জন্য সমান হবে কি না তা নিয়ে ধোঁয়াশায় পড়ার কথা জানিয়েছেন চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি।
“দেশে তো কয়েকটি ওটিটি প্লাটফর্ম মাত্র বিনিয়োগ করে দাঁড়ানোর চেষ্টা করছে। এসময় শুল্ক আরোপ আমাদেরকে আর দাঁড়াতে দেবে না।”
রেদওয়ান রনি বলেন, “বিদেশি ওটিটির বড় বাজেটের কন্টেন্টের সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে। এই শুল্ক বিদেশি ওটিটি প্লাটফর্মও কি দেবে বা তাদের ক্ষেত্রে কী হবে? পুরো বিষয়টি নিয়ে আমরা এখনো ধোঁয়াশায় আছি।
“নিজেরা আলাপ করে গণমাধ্যমের মাধ্যমেই সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করব। এটা যেহেতু প্রস্তাবিত, আমরা ওটিটিকে শুল্কমুক্ত করার দাবি আগেও জানিয়েছি, এখনও জানাব।”
স্টাটিস্টার হিসাবে, ২০২৫ সাল নাগাদ বাংলাদেশে ওটিটির বাজার দাঁড়াবে প্রায় তিন হাজার কোটি টাকায়।
চরকির প্রধান নির্বাহী রনি বলেন, “বিভিন্ন দেশে বসবাসকারী ৩০ কোটির বেশি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী বাংলাদেশের ওটিটি কন্টেন্ট দেখেন। ফলে এখাতে মাধ্যমে বিপুল পরিমাণ বিদেশি অর্থ উপার্জনের সুযোগ রয়েছে।
“সরকার এই বিষয়টি বিবেচনায় না নিয়ে শুল্ক আরোপ করে এই ইন্ডাস্ট্রিকে মেরে ফেলার পরিকল্পনা করছে।”
কোভিড মহামারীর ঘরবন্দি সময়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জনপ্রিয়তা পায় ওটিটি প্লাটফর্ম। বিদেশি কয়েকটি প্লাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করে জনপ্রিয়ও হয়ে উঠেছে দেশি প্লাটফর্মগুলোও।
দেশে এখন নিয়মিত কন্টেন্ট দেখার সুযোগ তৈরি করে দিচ্ছে চরকি, বঙ্গ, বায়োস্কোপ, বিঞ্জ, আইস্ক্রিন, দীপ্ত প্লে’র মতো ওটিটি প্লাটফর্মগুলো। সেই সাথে হইচই, নেটফ্লিক্সের মতো বৈশ্বিক প্লাটফর্মগুলোও দর্শকদের মাঝে জনপ্রিয়।
‘তকদির’, ‘কন্ট্রাক্ট’, ‘মানি হানি’, ‘মহানগর’, ‘ইতি, তোমারই ঢাকা’, ‘ঊণলৌকিক’, ‘লেডিস অ্যান্ড জেন্টেলমেন’ এর মতো ওয়েব সিরিজ দেশে তুমুল জনপ্রিয়তা জনপ্রিয়তা পেয়েছে।
বিডি নিউজ ২৪ . কম 















