অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্বদেশ প্রত্যাবর্তন
আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দীর্ঘদিনের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) তিনি ঢাকায় অবতরণ করেন। শারীরিক দুর্বলতার কারণে তাকে হুইল চেয়ারে করে বিমান থেকে নামানো হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ রাত পৌনে ৩টার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১টা ৪৫ মিনিটে ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর ত্যাগ করেন।
উল্লেখ্য, এর আগে গত ৮ মে তিনি চিকিৎসার জন্য ব্যাংকক গমন করেন।