আটঘরিয়া উপজেলা জাসাস এর আয়োজনে গত ৩০ মে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আটঘরিয়া উপজেলা জাসাসের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস, পাবনা জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক খালেদ হোসেন পরাগ। প্রধান আলোচক ছিলেন জাসাস, পাবনা জেলা শাখার সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া। অনুষ্ঠানটির উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা। অনুষ্ঠারটির সভাপতিত্ব করেন উপজেলা জাসাস নেতা শাহিনুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম রবি, সাবেক যুগ্ন আহবায়ক, আটঘরিয়া উপজেলা বিএনপি, জিল্লুর রহমান মাষ্টার, সভাপতি, একদন্ত ইউনিয়ন বিএনপি এবং সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক, একদন্ত ইউনিয়ন বিএনপি। এছাড়াও, একদন্ত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জাসাসের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিকনির্দেশনা দেয়। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়।

দেশকে যখন তিনি সামনের দিকে নিয়ে চলতে শুরু করেন সেই সময়ে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল সেনাসদস্য তাকে হত্যা করে।
উপজেলা জাসাস নেতা রফিকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম রবি, একদন্ত ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান মাষ্টার, একদন্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ জাসাস এর নেতৃবৃন্দ।