০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আগে গ্রাহকদের টাকা তোলার ভিড়

  • Reporter Name
  • Update Time : ০৫:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৫৫ Time View

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাংকের এটিএম বুথ ও শাখাগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের প্রধান অনুষঙ্গ কোরবানির পশু কেনা, শপিং ও গ্রামে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (৪ জুন) সকাল থেকেই নগদ টাকার প্রয়োজন মেটাতে নগরবাসী ব্যাংক ও বুথে ভিড় করছেন।

এবার ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে, যা চলবে ১৪ জুন পর্যন্ত— টানা ১০ দিন ছুটি। এর ফলে আজ বুধবার ছিল ব্যাংকিং লেনদেনের শেষ দিন। এই বিশেষ প্রেক্ষাপটে নগরীর বিভিন্ন ব্যাংক শাখা ও এটিএম বুথে গিয়ে দেখা যায়, টাকা উত্তোলনের জন্য ব্যাপক ভিড় তৈরি হয়েছে।

সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, “উৎসবকে কেন্দ্র করে গ্রাহকদের নগদ টাকার প্রয়োজন স্বাভাবিক বিষয়। কেউ শপিং করছেন, কেউ কোরবানির পশু কিনছেন, আবার কেউ গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনেকে প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা পরিশোধ করছেন। ফলে ঈদের আগের শেষ কর্মদিবসে ভিড় বাড়বে এটা ধরেই আমরা পূর্ব প্রস্তুতি নিয়েছিলাম। এখন পর্যন্ত কোনও ভোগান্তি ছাড়াই সেবা দেওয়া সম্ভব হচ্ছে।”

অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “প্রতি বছরই ঈদের আগে শেষ কর্মদিবসে টাকা উত্তোলনের চাপ বেড়ে যায়। এজন্য ব্যাংকের পক্ষ থেকেও আগে থেকেই পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও গ্রাহক সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আজ সকাল থেকেই গ্রাহকের উপস্থিতি রয়েছে, তবে আমরা সর্বোচ্চ সেবা দিতে সচেষ্ট।”

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুথগুলোতে পর্যাপ্ত অর্থ সরবরাহ রাখা হয়েছে এবং এটিএম সার্ভিস সচল রাখতে আলাদা টিম নিয়োজিত রয়েছে। ফলে গ্রাহকদের বড় কোনও ভোগান্তির আশঙ্কা নেই।

দেশজুড়ে ইতোমধ্যে কোরবানির পশুর হাটে গরু আসতে শুরু করেছে। এদিকে ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় রাজধানী ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। এসব মিলিয়ে নগদ অর্থের চাহিদা বেড়ে যাওয়ায় বুথ ও ব্যাংকগুলোতে এমন ভিড়ের চিত্র দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

ঈদের আগে গ্রাহকদের টাকা তোলার ভিড়

Update Time : ০৫:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাংকের এটিএম বুথ ও শাখাগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের প্রধান অনুষঙ্গ কোরবানির পশু কেনা, শপিং ও গ্রামে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (৪ জুন) সকাল থেকেই নগদ টাকার প্রয়োজন মেটাতে নগরবাসী ব্যাংক ও বুথে ভিড় করছেন।

এবার ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে, যা চলবে ১৪ জুন পর্যন্ত— টানা ১০ দিন ছুটি। এর ফলে আজ বুধবার ছিল ব্যাংকিং লেনদেনের শেষ দিন। এই বিশেষ প্রেক্ষাপটে নগরীর বিভিন্ন ব্যাংক শাখা ও এটিএম বুথে গিয়ে দেখা যায়, টাকা উত্তোলনের জন্য ব্যাপক ভিড় তৈরি হয়েছে।

সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, “উৎসবকে কেন্দ্র করে গ্রাহকদের নগদ টাকার প্রয়োজন স্বাভাবিক বিষয়। কেউ শপিং করছেন, কেউ কোরবানির পশু কিনছেন, আবার কেউ গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনেকে প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা পরিশোধ করছেন। ফলে ঈদের আগের শেষ কর্মদিবসে ভিড় বাড়বে এটা ধরেই আমরা পূর্ব প্রস্তুতি নিয়েছিলাম। এখন পর্যন্ত কোনও ভোগান্তি ছাড়াই সেবা দেওয়া সম্ভব হচ্ছে।”

অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “প্রতি বছরই ঈদের আগে শেষ কর্মদিবসে টাকা উত্তোলনের চাপ বেড়ে যায়। এজন্য ব্যাংকের পক্ষ থেকেও আগে থেকেই পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও গ্রাহক সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আজ সকাল থেকেই গ্রাহকের উপস্থিতি রয়েছে, তবে আমরা সর্বোচ্চ সেবা দিতে সচেষ্ট।”

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুথগুলোতে পর্যাপ্ত অর্থ সরবরাহ রাখা হয়েছে এবং এটিএম সার্ভিস সচল রাখতে আলাদা টিম নিয়োজিত রয়েছে। ফলে গ্রাহকদের বড় কোনও ভোগান্তির আশঙ্কা নেই।

দেশজুড়ে ইতোমধ্যে কোরবানির পশুর হাটে গরু আসতে শুরু করেছে। এদিকে ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় রাজধানী ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। এসব মিলিয়ে নগদ অর্থের চাহিদা বেড়ে যাওয়ায় বুথ ও ব্যাংকগুলোতে এমন ভিড়ের চিত্র দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।