০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদযাত্রা: শেষ অফিসের দিন স্টেশনে বেড়েছে ভিড়

ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসের দিনে গত কয়েকদিনের তুলনায় যাত্রী চাপ কিছুটা বেশি দেখা গেছে কমলাপুর স্টেশনে।

বুধবার বেলা ১১টা পর্যন্ত কেবল একটি ছাড়া ৩১টি ট্রেন সময়মত স্টেশন ছেড়েছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশনের ম্যানেজার সাজেদুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবগুলো ট্রেন সময়মতো ছেড়ে গেছে. তবে তিস্তা স্পেশাল ট্রেন ইলেকট্রিক ক্লিয়ারেন্সের কারণে ৩০ মিনিট দেরি করেছে।“

ভিড় নিয়ে স্টেশন ম্যানেজারের সাজেদুলের ভাষ্য, ঈদ যাত্রায় অন্য সময়ের চেয়ে বাড়তি ভিড় হয়।

“আজকে গত কয়েক দিনের চেয়ে যাত্রীদের চাপ একটু বেশি দেখা যাচ্ছে।”

কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ৭ জুন। স্বজনদের সঙ্গে কোরবানির ঈদ করতে মে মাসের ৩১ তারিখ থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়।

ঈদে বাড়ি যাওয়ার জন্য যারা গত ২৫ মে অগ্রিম টিকেট কেটেছিলেন, তারা এদিন ট্রেনে চেপেছেন। সকাল থেকেই ঢাকার কমলাপুর স্টেশনে ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়।

সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, প্রবেশপথে রেলের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্যরা যাত্রীদের টিকেট পরীক্ষা করে তবেই ঢুকতে দিচ্ছেন। এছাড়া প্ল্যাটফর্মে প্রবেশের আগে আরেক দফা তল্লাশিও করা হচ্ছে যাত্রীদের।

স্টেশন ম্যানেজারের সাজেদুল বলেন, “স্টেশনে শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে আছেন। টিকেট ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না। কালোবাজারির সঙ্গে জড়িতদের ধরতে পারলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

হাওর এক্সপ্রেসে চেপে নেত্রকোনার শ্যামগঞ্জ যাওয়ার জন্য মায়ের সঙ্গে কমলাপুর স্টেশনে এসেছে ঢাকার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ আব্দুল হাকিম।

হাকিম বলেন, “প্রতি বছর দুই ঈদে দুইবার দাদার বাড়ি যাই। এবারও যাচ্ছি। সেখানে কাজিনরা আছে৷ খুব মজা হয়, ভালো সময় কাটে।”

অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের সময় বাড়ি যাই। তবে আজ ট্রেন মিস করেছি। রাস্তায় জ্যাম থাকায় ১০ মিনিট দেরি হয়ে গেছে। এসে দেখি ট্রেন চলে গেছে।”

ঈদযাত্রায় অগ্রিম ও ফিরতি টিকেট কেনার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার করে টিকেট নিতে পারছেন এবং প্রতিবারে সর্বোচ্চ চারটি টিকেট কেনা যাচ্চে। অগ্রিম ও ফিরতি টিকেটের কোনো রিফান্ডও হচ্ছে না। ঈদের সময় পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

জনপ্রিয় খবর

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে, শামছুর রহমান শিমুল বিশ্বাসের শুভেচ্ছা

ঈদযাত্রা: শেষ অফিসের দিন স্টেশনে বেড়েছে ভিড়

Update Time : ০৪:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসের দিনে গত কয়েকদিনের তুলনায় যাত্রী চাপ কিছুটা বেশি দেখা গেছে কমলাপুর স্টেশনে।

বুধবার বেলা ১১টা পর্যন্ত কেবল একটি ছাড়া ৩১টি ট্রেন সময়মত স্টেশন ছেড়েছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশনের ম্যানেজার সাজেদুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবগুলো ট্রেন সময়মতো ছেড়ে গেছে. তবে তিস্তা স্পেশাল ট্রেন ইলেকট্রিক ক্লিয়ারেন্সের কারণে ৩০ মিনিট দেরি করেছে।“

ভিড় নিয়ে স্টেশন ম্যানেজারের সাজেদুলের ভাষ্য, ঈদ যাত্রায় অন্য সময়ের চেয়ে বাড়তি ভিড় হয়।

“আজকে গত কয়েক দিনের চেয়ে যাত্রীদের চাপ একটু বেশি দেখা যাচ্ছে।”

কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ৭ জুন। স্বজনদের সঙ্গে কোরবানির ঈদ করতে মে মাসের ৩১ তারিখ থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়।

ঈদে বাড়ি যাওয়ার জন্য যারা গত ২৫ মে অগ্রিম টিকেট কেটেছিলেন, তারা এদিন ট্রেনে চেপেছেন। সকাল থেকেই ঢাকার কমলাপুর স্টেশনে ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়।

সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, প্রবেশপথে রেলের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্যরা যাত্রীদের টিকেট পরীক্ষা করে তবেই ঢুকতে দিচ্ছেন। এছাড়া প্ল্যাটফর্মে প্রবেশের আগে আরেক দফা তল্লাশিও করা হচ্ছে যাত্রীদের।

স্টেশন ম্যানেজারের সাজেদুল বলেন, “স্টেশনে শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে আছেন। টিকেট ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না। কালোবাজারির সঙ্গে জড়িতদের ধরতে পারলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

হাওর এক্সপ্রেসে চেপে নেত্রকোনার শ্যামগঞ্জ যাওয়ার জন্য মায়ের সঙ্গে কমলাপুর স্টেশনে এসেছে ঢাকার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ আব্দুল হাকিম।

হাকিম বলেন, “প্রতি বছর দুই ঈদে দুইবার দাদার বাড়ি যাই। এবারও যাচ্ছি। সেখানে কাজিনরা আছে৷ খুব মজা হয়, ভালো সময় কাটে।”

অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের সময় বাড়ি যাই। তবে আজ ট্রেন মিস করেছি। রাস্তায় জ্যাম থাকায় ১০ মিনিট দেরি হয়ে গেছে। এসে দেখি ট্রেন চলে গেছে।”

ঈদযাত্রায় অগ্রিম ও ফিরতি টিকেট কেনার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার করে টিকেট নিতে পারছেন এবং প্রতিবারে সর্বোচ্চ চারটি টিকেট কেনা যাচ্চে। অগ্রিম ও ফিরতি টিকেটের কোনো রিফান্ডও হচ্ছে না। ঈদের সময় পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করছে।