পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যা মামলার তদন্তাধীন আসামি সোহেল হাসান শাহীনকে মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শাহীনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানিয়েছেন, পুলিশের একটি দল তাকে নিতে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
সোহেল হাসান শাহীন পাবনা পৌর এলাকার বালিয়াহালটের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত বছর তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।
২০২৪ সালের ৪ আগস্ট পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুইজন শিক্ষার্থী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। এই ঘটনায় দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টার মামলার অন্যতম আসামি সোহেল হাসান শাহীন।