০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার একযুগেও সংযোগ রাস্তা নির্মাণ হয়নি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যান্ত বেতুয়ান নদীপাড়া গ্রামাঞ্চলে স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার লক্ষ্যে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠারচ এক যুগ অতিবাহিত হলেও যাতায়াতের জন্য সংযোগ রাস্তা নির্মাণ হয়নি। ফলে স্বাস্থ্য সেবা গ্রহীতাসহ সংশ্লিষ্ট দের বছরের পর  বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে সংযোগ রাস্তা নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন-নিবেদন করলেও জনগুরুত্ব পূর্ণ এ সংযোগ রাস্তাটি নির্মাণ হয়নি।
এলাকাবাসী দৈনিক জনকণ্ঠ সংবাদদাতাকে জানায়, চার পাশে ফসলী মাঠের মধ্যে নির্মিত হয়েছে বেতুয়ান নদীপাড়া গ্রামের কমিউনিটি ক্লিনিক। নির্মাণের এক যুগেরও অধিক সময় অতিবাহিত হলেও  যাতায়াতের জন্য নির্মাণ হয়নি সংযোগ রাস্তা। কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহিতারা বাধ্য হয়েই অন্যের ফসলী ‘জমির আইল’ দিয়ে নানাবিধ সমস্যা  নিয়ে যাতায়াত করছে।
উপজেলার দিলপাশার ইউপি’র বেতুয়ান নদীপাড়া গ্রামের জনৈক ব্যক্তি মাঠের মধ্যে কমিউনিটি ক্লিনিকের জন্য জমিদান করলে ২০১২ সালে ভবন নির্মাণ করেন,তৎকালীন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়। ভবন নির্মাণ হলে সেখানে যাতায়াতের জন্য সংযোগ রাস্তার প্রয়োজন দেখা দেয়। কমিউনিটি ক্লিনিকের প্রবেশের সংযোগ রাস্তার জন্য দু’পার্শ্বের জমির মালিক গণ জায়গা দিতর অস্বীকৃতি জানান। এলাকাবাসী সংযোগ রাস্তা নির্মাণের জন্য তৎকালীন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেন। সরকারিভাবে সংযোগ রাস্তা নির্মাণের উদ্যোগ নিলেও কমিউনিটি ক্লিনিকের পাশের জমির মালিকগণ বাধা প্রয়োগ করলে নির্মাণ কাজ এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ ১৩বছর ধরে ওই কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের  সংযোগ রাস্তা নির্মাণ না হওয়ায় সেবা গ্রহীতাদের দুর্ভোগ থেকে পরিত্রাণ মিলছে না।
ইউপি সদস্য সাহেব আলী জানান, দীর্ঘ দিনেও এ ক্লিনিকের সংযোগ রাস্তা না থাকায়, এলাকার গর্ভবতী মেয়েরা সহ সর্বসাধারণের সেখানে গিয়ে  চিকিৎসা নেওয়া মারাত্মক কষ্ট হচ্ছে। এছাড়া সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত ও পিচ্ছিল পথে চলাচলে ভোগান্তি বেড়ে যায়।অপর দিকে বর্ষাকালে ক্লিনিকের মধ্যে পানি প্রবেশ করলে ব্যাহত হয় সকল ধরনের  স্বাস্থ্যসেবা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ হালিমা খানম জানান, বেতুয়ান নদীপাড়ার কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের সংযোগ রাস্তা নির্মাণ করা জরুরী প্রায়োজন। তিনি বিষয়টি সুরাহার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে একাধিক বার অবহিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দিলপাশার ইউপি প্রশাসক মোছাঃ নাজমুন নাহার বলেন, জনগুরুত্বপূর্ণ কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের সংযোগ রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

জনপ্রিয় খবর

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে, শামছুর রহমান শিমুল বিশ্বাসের শুভেচ্ছা

ভাঙ্গুড়ায় কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার একযুগেও সংযোগ রাস্তা নির্মাণ হয়নি

Update Time : ১২:৫৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যান্ত বেতুয়ান নদীপাড়া গ্রামাঞ্চলে স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার লক্ষ্যে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠারচ এক যুগ অতিবাহিত হলেও যাতায়াতের জন্য সংযোগ রাস্তা নির্মাণ হয়নি। ফলে স্বাস্থ্য সেবা গ্রহীতাসহ সংশ্লিষ্ট দের বছরের পর  বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে সংযোগ রাস্তা নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন-নিবেদন করলেও জনগুরুত্ব পূর্ণ এ সংযোগ রাস্তাটি নির্মাণ হয়নি।
এলাকাবাসী দৈনিক জনকণ্ঠ সংবাদদাতাকে জানায়, চার পাশে ফসলী মাঠের মধ্যে নির্মিত হয়েছে বেতুয়ান নদীপাড়া গ্রামের কমিউনিটি ক্লিনিক। নির্মাণের এক যুগেরও অধিক সময় অতিবাহিত হলেও  যাতায়াতের জন্য নির্মাণ হয়নি সংযোগ রাস্তা। কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহিতারা বাধ্য হয়েই অন্যের ফসলী ‘জমির আইল’ দিয়ে নানাবিধ সমস্যা  নিয়ে যাতায়াত করছে।
উপজেলার দিলপাশার ইউপি’র বেতুয়ান নদীপাড়া গ্রামের জনৈক ব্যক্তি মাঠের মধ্যে কমিউনিটি ক্লিনিকের জন্য জমিদান করলে ২০১২ সালে ভবন নির্মাণ করেন,তৎকালীন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়। ভবন নির্মাণ হলে সেখানে যাতায়াতের জন্য সংযোগ রাস্তার প্রয়োজন দেখা দেয়। কমিউনিটি ক্লিনিকের প্রবেশের সংযোগ রাস্তার জন্য দু’পার্শ্বের জমির মালিক গণ জায়গা দিতর অস্বীকৃতি জানান। এলাকাবাসী সংযোগ রাস্তা নির্মাণের জন্য তৎকালীন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেন। সরকারিভাবে সংযোগ রাস্তা নির্মাণের উদ্যোগ নিলেও কমিউনিটি ক্লিনিকের পাশের জমির মালিকগণ বাধা প্রয়োগ করলে নির্মাণ কাজ এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ ১৩বছর ধরে ওই কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের  সংযোগ রাস্তা নির্মাণ না হওয়ায় সেবা গ্রহীতাদের দুর্ভোগ থেকে পরিত্রাণ মিলছে না।
ইউপি সদস্য সাহেব আলী জানান, দীর্ঘ দিনেও এ ক্লিনিকের সংযোগ রাস্তা না থাকায়, এলাকার গর্ভবতী মেয়েরা সহ সর্বসাধারণের সেখানে গিয়ে  চিকিৎসা নেওয়া মারাত্মক কষ্ট হচ্ছে। এছাড়া সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত ও পিচ্ছিল পথে চলাচলে ভোগান্তি বেড়ে যায়।অপর দিকে বর্ষাকালে ক্লিনিকের মধ্যে পানি প্রবেশ করলে ব্যাহত হয় সকল ধরনের  স্বাস্থ্যসেবা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ হালিমা খানম জানান, বেতুয়ান নদীপাড়ার কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের সংযোগ রাস্তা নির্মাণ করা জরুরী প্রায়োজন। তিনি বিষয়টি সুরাহার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে একাধিক বার অবহিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দিলপাশার ইউপি প্রশাসক মোছাঃ নাজমুন নাহার বলেন, জনগুরুত্বপূর্ণ কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের সংযোগ রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।