০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কবর থেকে ৫ কঙ্কাল উধাও

“এই ঘটনায় শুধু মৃতের আত্মীয়-স্বজন নয়, পুরো সমাজের নিরাপত্তাবোধে আঘাত লেগেছে।”

পঞ্চগড়ে একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল উধাও হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার রাতের কোনো এক সময় শহরের ট্রাক টার্মিনাল সংলগ্ন ট্রেনিং কমপ্লেক্স ঈদগাহ মাঠ কবরস্থানে এ ঘটনা ঘটে।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্রাক টার্মিনাল এলাকার বাসিন্দা মুকুল বলেন, তারা কবরস্থানে কবর জিয়ারত গিয়ে দেখতে পান, অন্তত পাঁচটি কবর গভীরভাবে খোঁড়া এবং প্রতিটি কবর থেকেই মৃতদেহের কঙ্কাল উধাও। বিষয়টি সামনে আসার পর থেকেই এলাকায় চরম উৎকণ্ঠা, শঙ্কা ও ক্ষোভের সঞ্চার হয়।

স্থানীয়দের অনেকেই এ ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল এবং চরম অমানবিক কাজ বলে আখ্যা দিয়েছেন।

স্থানীয় প্রবীণ বাসিন্দা গোরস্থান কমিটির আমির হোসেন বলেন, “আমরা কখনো ভাবিনি, আমাদের এলাকার কবরস্থান এমন এক হীন ঘটনার শিকার হবে। এটা শুধু অমানবিক নয়, এটা পবিত্র মৃতদের অপমান।

“এই কবরস্থানটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর শেষ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এতদিনে এমন কোনো ঘটনাও কখনো ঘটেনি।”

শহরের খোলাপাড়া এলাকার বাসিন্দা তরুণ সমাজকর্মী উৎস বলেন, “এই ঘটনায় শুধু মৃতের আত্মীয়-স্বজন নয়, পুরো সমাজের নিরাপত্তাবোধে আঘাত লেগেছে। এটা কোনো সাধারণ অপরাধ নয়। প্রশাসনকে কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে।”

ওসি আব্দুল্লাহ হিল জামান বলছেন, এ ঘটনায় তাদের কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Khaled Hossain

জনপ্রিয় খবর

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে, শামছুর রহমান শিমুল বিশ্বাসের শুভেচ্ছা

পঞ্চগড়ে কবর থেকে ৫ কঙ্কাল উধাও

Update Time : ১০:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

“এই ঘটনায় শুধু মৃতের আত্মীয়-স্বজন নয়, পুরো সমাজের নিরাপত্তাবোধে আঘাত লেগেছে।”

পঞ্চগড়ে একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল উধাও হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার রাতের কোনো এক সময় শহরের ট্রাক টার্মিনাল সংলগ্ন ট্রেনিং কমপ্লেক্স ঈদগাহ মাঠ কবরস্থানে এ ঘটনা ঘটে।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্রাক টার্মিনাল এলাকার বাসিন্দা মুকুল বলেন, তারা কবরস্থানে কবর জিয়ারত গিয়ে দেখতে পান, অন্তত পাঁচটি কবর গভীরভাবে খোঁড়া এবং প্রতিটি কবর থেকেই মৃতদেহের কঙ্কাল উধাও। বিষয়টি সামনে আসার পর থেকেই এলাকায় চরম উৎকণ্ঠা, শঙ্কা ও ক্ষোভের সঞ্চার হয়।

স্থানীয়দের অনেকেই এ ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল এবং চরম অমানবিক কাজ বলে আখ্যা দিয়েছেন।

স্থানীয় প্রবীণ বাসিন্দা গোরস্থান কমিটির আমির হোসেন বলেন, “আমরা কখনো ভাবিনি, আমাদের এলাকার কবরস্থান এমন এক হীন ঘটনার শিকার হবে। এটা শুধু অমানবিক নয়, এটা পবিত্র মৃতদের অপমান।

“এই কবরস্থানটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর শেষ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এতদিনে এমন কোনো ঘটনাও কখনো ঘটেনি।”

শহরের খোলাপাড়া এলাকার বাসিন্দা তরুণ সমাজকর্মী উৎস বলেন, “এই ঘটনায় শুধু মৃতের আত্মীয়-স্বজন নয়, পুরো সমাজের নিরাপত্তাবোধে আঘাত লেগেছে। এটা কোনো সাধারণ অপরাধ নয়। প্রশাসনকে কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে।”

ওসি আব্দুল্লাহ হিল জামান বলছেন, এ ঘটনায় তাদের কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।