০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হত্যাসহ ৩ মামলায় আইভীর জামিন নামঞ্জুর

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ২৮ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক এই মেয়রকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় ৩ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

সোমবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানান জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক নয়ন।

এর আগে একই মামলায় নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতও আইভীর জামিন আবেদন নাকচ করে দেয়।

আইনজীবী আওলাদ হোসেন বলেন, “সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন বারের নির্বাচিত মেয়র। বিগত ২১ বছর ধরে মেয়র থাকা অবস্থায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে আইভীর বিরুদ্ধে থানায় একটি জিডি পর্যন্ত হয়নি।

“ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় যে তিনটি মামলায় তাকে আসামি করা হয়েছে, তাতেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ নেই। তাই ন্যায়বিচারের স্বার্থে এই মামলায় জামিন পাওয়াটা তার হক ছিল।”

তবে নিম্ন আদালতের এ আদেশের পর তারা উচ্চ আদালতে যাবেন বলে জানান এই আইনজীবী।

গেল বছরের জুলাই-অগাস্টে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ অগাস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর মত আইভীকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগেরও জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।

এরপর ৩ সেপ্টেম্বর মিনারুল হত্যা মামলায় প্রথমবার আসামি করা হয় সেলিনা হায়াৎ আইভীকে।

চলতি বছরের ৯ মে সকালে নগরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এই সিটি মেয়রকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত আইভীকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Khaled Hossain

জনপ্রিয় খবর

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে, শামছুর রহমান শিমুল বিশ্বাসের শুভেচ্ছা

হত্যাসহ ৩ মামলায় আইভীর জামিন নামঞ্জুর

Update Time : ০৭:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক এই মেয়রকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় ৩ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

সোমবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানান জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক নয়ন।

এর আগে একই মামলায় নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতও আইভীর জামিন আবেদন নাকচ করে দেয়।

আইনজীবী আওলাদ হোসেন বলেন, “সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন বারের নির্বাচিত মেয়র। বিগত ২১ বছর ধরে মেয়র থাকা অবস্থায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে আইভীর বিরুদ্ধে থানায় একটি জিডি পর্যন্ত হয়নি।

“ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় যে তিনটি মামলায় তাকে আসামি করা হয়েছে, তাতেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ নেই। তাই ন্যায়বিচারের স্বার্থে এই মামলায় জামিন পাওয়াটা তার হক ছিল।”

তবে নিম্ন আদালতের এ আদেশের পর তারা উচ্চ আদালতে যাবেন বলে জানান এই আইনজীবী।

গেল বছরের জুলাই-অগাস্টে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ অগাস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর মত আইভীকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগেরও জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।

এরপর ৩ সেপ্টেম্বর মিনারুল হত্যা মামলায় প্রথমবার আসামি করা হয় সেলিনা হায়াৎ আইভীকে।

চলতি বছরের ৯ মে সকালে নগরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এই সিটি মেয়রকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত আইভীকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।