০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

“কার্যালয়ের ভেতরে থাকা আলমারি, চেয়ার-টেবিলসহ সব আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।”

লালমনিরহাটে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১১টার দিকে শহরের আলোরপাড়া মোড়ে এ ঘটনা ঘটে বলে লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর চৌধুরী জানিয়েছেন।

দলটির স্থানীয় নেতারা বলছেন, রংপুরে দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে বিকালে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে কার্যালয় ত্যাগ করেন নেতাকর্মীরা। রাত ১১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে আগুন ধরিয়ে দেয়।

আলমগীর চৌধুরী বলেন, “কার্যালয়ের ভেতরে থাকা আলমারি, চেয়ার-টেবিলসহ সব আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। অফিসে থাকা টিভি ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নেওয়া হয়। এরপর কিছু চেয়ার বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা বিষয়টি দলের ঊর্দ্ধতন নেতাদের জানিয়েছি।”

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই সময় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রতন বলেন, “আমরা রাত ৮টার দিকে কার্যালয় ছেড়ে যাই। এরপর রাত ১১টার দিকে ফোনে জানতে পারি, আমাদের অফিসে অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী বলেন, “জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা আমরা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

রোববার সকালে রংপুরের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সেনাবাহিনী কর্মকর্তা ও লালমনিরহাট সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Khaled Hossain

জনপ্রিয় খবর

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে, শামছুর রহমান শিমুল বিশ্বাসের শুভেচ্ছা

লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

Update Time : ০৪:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

“কার্যালয়ের ভেতরে থাকা আলমারি, চেয়ার-টেবিলসহ সব আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।”

লালমনিরহাটে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১১টার দিকে শহরের আলোরপাড়া মোড়ে এ ঘটনা ঘটে বলে লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর চৌধুরী জানিয়েছেন।

দলটির স্থানীয় নেতারা বলছেন, রংপুরে দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে বিকালে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে কার্যালয় ত্যাগ করেন নেতাকর্মীরা। রাত ১১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে আগুন ধরিয়ে দেয়।

আলমগীর চৌধুরী বলেন, “কার্যালয়ের ভেতরে থাকা আলমারি, চেয়ার-টেবিলসহ সব আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। অফিসে থাকা টিভি ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নেওয়া হয়। এরপর কিছু চেয়ার বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা বিষয়টি দলের ঊর্দ্ধতন নেতাদের জানিয়েছি।”

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই সময় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রতন বলেন, “আমরা রাত ৮টার দিকে কার্যালয় ছেড়ে যাই। এরপর রাত ১১টার দিকে ফোনে জানতে পারি, আমাদের অফিসে অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী বলেন, “জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা আমরা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

রোববার সকালে রংপুরের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সেনাবাহিনী কর্মকর্তা ও লালমনিরহাট সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।