বিনম্র শ্রদ্ধায় পাবনাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার ( ৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনা জেলা ও অঙ্গ-সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
লাহিড়ী পাড়ায় বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মত্যাগ ও অবদান স্মরণ করেন। এ সময় তাঁরা আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশ ও জাতির কল্যাণে। বিএনপি নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।
এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার এর সঞ্চালনায় উক্ত আয়োজনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব। আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ মন্টু, যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগ, জেলা বিএনপির সদস্য আহমেদ মোস্তফা নোমান, প্রমুখ।
এ ছাড়াও পাবনার বিভিন্ন স্থানে দুস্থ এবং সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরন করা হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়া খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিকনির্দেশনা দেয়।