পাবনার বেড়া উপজেলার কয়েকজন বেকার যুবক তাদের শখের মোটরসাইকেল ব্যবহার করে সমন্বিত রাইড শেয়ারিং পরিষেবা চালু করেছে। এর মাধ্যমে তারা নিজেদের বেকারত্ব দূর করার উদ্যোগ নিয়েছে।
সোমবার (২৬ মে) কাশিনাথপুর মোড়, কাজিরহাট ফেরিঘাট মোড় ও নাজিরগঞ্জ মোড়ে বাইক রাইডারদের নিয়ে এই রাইড শেয়ারিং পরিষেবার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অফিসগামী, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা মানুষদের জন্য এটি সময়-সাশ্রয়ী ও কার্যকর বিকল্প ব্যবস্থা। যাত্রীরা হয়রানি ও ভোগান্তি ছাড়াই এই সেবাটি গ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই টিম তাদের পরিষেবা দেবে। কাশিনাথপুর থেকে কাজিরহাট, কাজিরহাট থেকে কাশিনাথপুর, কাজিরহাট থেকে নাজিরগঞ্জ এবং নাজিরগঞ্জ থেকে কাজিরহাট রুটে এই রাইড শেয়ারিং চলবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কোরবানি ঈদের পর থেকে একটি অ্যাপের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হবে এবং অ্যাপটি প্লেস্টোর থেকে ডাউনলোড করা যাবে।