সরকারি চাকরি আইন সংশোধনের অধ্যাদেশ জারির প্রতিবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে সচিবালয়ের ভেতরে বিভিন্ন স্তরের কর্মচারীরা বিক্ষোভ দেখিয়েছেন।
মঙ্গলবার আন্দোলনের চতুর্থ দিনে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াটও মোতায়েন রয়েছে।
এদিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ফলে দুপুর পর্যন্ত সেখানে গণমাধ্যমকর্মীরাও প্রবেশ করতে পারেননি।
সচিবালয়ের ভেতরে থাকা কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে তারা মিছিল করছেন। পরে সচিবালয়ের নতুন ভবনের নিচে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন।
এদিকে বেলা ১১টার কিছু পরে বিএনপি সমর্থিত বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে ঘুরিয়ে দেন।
পরে তিনি বলেন, “সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো আইন বাতিলের দাবিতে আন্দোলন করছে। আমরা ঐক্য ফোরামের পক্ষ থেকে সমর্থন জানিয়েছি। ক্ষোভের সঙ্গে জানাচ্ছি, সরকারের উচ্চ মহল থেকে আমার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমি তো আন্দোলন করছি না, নৈতিক সমর্থন দিয়েছি। সরকার যেই ধরনের আইন করছে এটা ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলেও ছিল না।