বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করবেন না। একটি দলের প্ররোচনায় তাদের এরেষ্ট করা হচ্ছে। বাণিজ্যও হচ্ছে। কথা পরিস্কার কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবেনা।
তিনি বুধবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী শহরের রেলগেট প্রয়াত খায়রুজ্জামান বাবু বাসটার্মিনালে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, দলীয় মনোনয়নের পর বেগম খালেদা জিয়া আমাকে বলেছেন– যাও মানুষের কাছে, কোনো মানুষ যেন কষ্ট না পায়। তাঁর সেই নির্দেশ মেনে বলতে চাই, ঈশ্বরদী, আটঘরিয়া পাবনায় কাউকে অত্যাচার করা যাবে না। সে যে-ই হোক না কেন? যারা অত্যাচার, জমিদখল করছে আমরা তা হতে দেবো না।
কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, “খুব কষ্ট হয়, একটা গোষ্ঠী বলেছে, খালেদা জিয়া আগেই মারা গেছেন! এখন আবার তারেক রহমানকে নিয়ে দেশি ও আন্তর্জাতিক ভাবে নানা ষড়যন্ত্র ও কুৎসা রটানো হচ্ছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মো. মকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. শামসুৱ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাক্কী মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতিয়ার রহমান, বিএনপি নেতা তুহিন চৌধুরী, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, বিএনপি নেতা নুরুল ইসলাম আক্কেল, আব্দুল আজিজ, দুলাল মন্ডল, মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক পাঞ্জু রহমান সরদার, সদস্য সচিব ময়নুল ইসলাম সরদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি মাসুদ রানা নয়ন, উপজেলা মহিলা দলের আহবায়ক মোছা. রোকেয়া হাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ রতন, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহেল রানা সুমন মালিথা, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতিক, যুগ্ন-আহবায়ক, মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রনেতা রাকিবুল হাসান আলম, সাঈফ হাসান সেলিম, খোরশেদ আলম দিপু, রাজন আলী, বিকি শ্যাম আগরওয়ালা, মীর হুমায়ুন কবীর জেহাদ, রুহুল আমীন, পৌর যুবদলের সাবেক কোষাধ্যক্ষ আকরাম রায়হান বাবু, যুবদল নেতা শেখ বেলাল, চয়ন সরদার, মোশারফ হোসেন, হাফিজুর রহমান, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আওয়াল কবীর, ছাত্রনেতা সারোয়ার জামান শিশির, উপজেলা যুবদল নেতা রানা আহমেদ শাহীন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিব, সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়ামসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন।
দলীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান হাবিব সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ ১৬ দিন রাজধানী ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় বিএনপি শোক সভায় যোগ দিতে তিনি বুধবার হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সড়ক পথে প্রথমে আটঘরিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন। সেখান থেকে অসুস্থ অবস্থাতে তিনি ঈশ্বরদীর খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
Reporter Name 


















