পাবনার সাঁথিয়ার সাবেক মেয়র, কারাবন্দী মিরাজুল ইসলাম প্রামাণিকের অসুস্থতার কথা বলে চিকিৎসাবাবদ ২০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র।
জানা গেছে, সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের প্রস্তাবক হিসেবে গত ২৯ ডিসেম্বর পাবনা ডিসি অফিসে গিয়ে সেখান থেকে বের হওয়ার পর ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
এদিকে গত রোববার (৪ জানুয়ারি) ০১৮১০৩০৩৮৪৮ এই নাম্বার থেকে মিরাজুল ইসলামের বড় ভাই মোমিন প্রামাণিকের কাছে ফোন করে বলে, ‘আমি জেলখানা থেকে বলছি। আপনার ভাই খুবই অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী হাসপাতালে নিতে হবে। এখনই ২০ হাজার টাকা দরকার।’
সরলবিশ্বাসে ছোট ভাইয়ের প্রতি মমত্ববোধের টানে মোমিন প্রামাণিক তখনই উল্লেখিত নাম্বারে ২০ হাজার টাকা পাঠান। তবে গতকাল মিরাজুল ইসলামের সাথে তার স্বজনরা সাক্ষাতের পর জানতে পারেন, কোন প্রতারকচক্র প্রতারণা করে এ টাকা হাতিয়ে নিয়েছে।
Reporter Name 
















