আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর জানা গেলো সিদ্ধান্তটি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদস্যদের মধ্যে আলোচনার ভিত্তিতে নেওয়া হয়নি। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলকেও জানানো হয়নি সেটা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তটি বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া হয়েছে। যার প্রভাব হিসেবে আগামী মাসে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ।
বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা যিনি আইপিএলের সঙ্গেও যুক্ত, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘আমরাও বিষয়টি গণমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। এ নিয়ে কোনও আলোচনা হয়নি। আমাদের কাছ থেকে কোনও মতামতও নেওয়া হয়নি।’
মোস্তাফিজুরকে নিয়ে সিদ্ধান্তের বিষয়ে বোর্ডে সভা ডাকা হয়েছিল কিনা বা আইপিএল গভর্নিং কাউন্সিলকে অবহিত করা হয়েছিল কিনা- এমন প্রশ্নে যোগাযোগ করা হলেও বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া কোনও সাড়া দেননি।
এর আগে শনিবার বোর্ডের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সাইকিয়া বলেছিলেন, ‘সাম্প্রতিক সময়ে চারদিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণে বিসিসিআই কেকেআরকে তাদের একজন খেলোয়াড় তথা বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’
এই ঘটনার প্রেক্ষাপটে দুই দেশের রাজনৈতিক সংকট সাম্প্রতিক মাসগুলোতে ক্রিকেট অঙ্গনেও প্রভাব ফেলেছে। বাংলাদেশের নারী দলের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগস্টে নির্ধারিত ভারতের পুরুষ দলের বাংলাদেশ সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
Reporter Name 


















