“তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে পাবনা রাইফেল ক্লাবের আয়োজনে উন্মুক্ত শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মোবারক হোসেন রত্ন শ্যুটিং রেঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ প্রতিযোগিতায় ৮০ জন বালক ও ১৬ জন বালিকা অংশগ্রহণ করে। বিজয়ীদের মধ্যে প্রথম হন পাবনা জেলা স্কুলের সামিউল এহসান সোয়াদ, দ্বিতীয় জাগির হোসেন একাডেমির আব্দুল মোমিন এবং তৃতীয় স্থান অর্জন করেন একই প্রতিষ্ঠানের মো. ফাহিম। বালিকাদের মধ্যে একমাত্র সফল ছিলেন ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হাফসা ইসলাম মিম।
দুপুরে ক্লাব ভবনের কনফারেন্স রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি সামসুর রহমান খান মানিক, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের নির্বাহী সদস্য সরওয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণদের শৃঙ্খলাবোধ ও মনোযোগ বৃদ্ধির পাশাপাশি শ্যুটিং স্পোর্টসকে জনপ্রিয় করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে।
পাবনা রাইফেল ক্লাবে উন্মুক্ত শ্যুটিং প্রতিযোগিতা
-
তমাল তরু
- Update Time : ০৬:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- ২ Time View
Tag :
জনপ্রিয় খবর