পাবনার কাশিনাথপুরে শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ পরিদর্শনে গিয়ে দুপুরে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে প্রতিষ্ঠানটি।
পরিদর্শনকালে দেখা যায়, নির্ধারিত সময়ের অনেক আগেই কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,
“সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নিয়ম রয়েছে। তবে আমাদের নিজস্ব সিদ্ধান্তে আমরা আড়াইটার মধ্যে কলেজ বন্ধ করি। অন্য অনেক কলেজও নাকি এভাবে আগে বন্ধ করে।”
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রশ্ন উঠেছে—সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান আগে বন্ধ করা কতটা যৌক্তিক?