পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম বিশেষ অভিযানে একটি ওয়ান শুটার গান ও দুইটি কার্টিজ উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) ভোররাত্রি ৩টা ১৫ মিনিটে। সাব-ইন্সপেক্টর বেণুর নেতৃত্বে ডিবির একটি টিম পাবনা সদর থানাধীন দিন গয়েশপুর ইউনিয়নের গয়েশপুর বাজার থেকে মালঞ্চগামী পাকা রাস্তার উত্তর পাশে অভিযান পরিচালনা করে। এসময় খালেক সাইকেল মেকারের দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি সচল ওয়ান শুটার গান (one-shooter gun) ও দুইটি কার্টিজ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গোয়েন্দা শাখার তৎপরতা ও উপস্থিতি টের পেয়ে কোনো সন্ত্রাসী অস্ত্র ও গুলি ফেলে রেখে অদৃশ্য হয়ে যায়।
পাবনা জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।