জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা (৩০) ইন্তেকাল করেছেন। তিনি পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রুমি খন্দকার ও সাবেক শিক্ষক লুৎফুন্নাহার পলির একমাত্র সন্তান।
মৌমিতা ২০০৯ সালে পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, ২০১১ সালে পাবনা মহিলা কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ নিয়ে পাশ করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্স শেষে ২০২১ সালে শিক্ষকতায় যোগ দেন।
বাবা রুমি খন্দকার জানান, নির্বাচনের দায়িত্ব শেষে রাত ১২টায় বাসায় ফেরেন তিনি। সকালে ভোট গণনার কক্ষে যাওয়ার সময় দরজার সামনে পড়ে গেলে তার মৃত্যু হয়।
বাদ এশা পাবনা কাচারীপাড়া মসজিদে জানাজা শেষে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়।