পাবনা সদর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আংশিক কমিটি অনুমোদন করেছে জেলা শাখা। সম্প্রতি জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া এ কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে সাংস্কৃতিক কর্মী খন্দকার ফরিদুল ইসলাম (ফিরোজ খন্দকার)-কে আহবায়ক এবং কন্টেন্ট রাইটার শাদমান ছাকিব-কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটির অন্য সদস্য হলেন মো. সৌরভ হোসেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং পাবনার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।