রাজশাহী নগরীর একটি বাড়িতে অভিযান চালিয়ে মুনতাসিরুল আলম অনিন্দ্য নামের এক যুবককে আটক করা হয়েছে।
রাজশাহী নগরীর একটি বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় মুনতাসিরুল আলম অনিন্দ্যকে আটক করা হয়েছে, যিনি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।
শনিবার ভোর থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ওই বাড়িতে অভিযান শুরু হয়। বাড়িটি সেনাবাহিনী ঘিরে রেখেছে। পাশের একটি ভবনেও তল্লাশি চালানো হয়েছে বলে জানান রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান।

আটক ব্যক্তির নাম মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫)। তিনি মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে । অনিন্দ্য সেখানে ‘ডক্টর ইংলিশ’ নামের ওই প্রতিষ্ঠান চালান।
এটি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পৈত্রিক বাড়ি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্য সাবেক মেয়রের আপন চাচাত ভাই।

পুলিশ জানিয়েছে, অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
এদিকে অভিযানে ‘ডক্টরস ইংলিশ’ নামের প্রতিষ্ঠানে থেকে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার মধ্যে রয়েছে- দুটি বিদেশি এয়ার গান, একটি রিভালবার, দেশীয় অস্ত্র ছয়টি, জিপিএস একটি, ওয়াকিটকি চারটি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি, মদের বোতল ৩৫টি।
তবে অভিযান নিয়ে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা কথা বলেননি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো তথ্য জানেন না। তবে কাউকে পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।