জেলা গোয়েন্দা শাখা, পাবনা’র অভিযানে ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গতকাল ৩১/০৭/২০২৫ খ্রিঃ, রাত ০৮.৪৫ ঘটিকায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে, এসআই (নিঃ) মোঃ বুরজাহান ও সঙ্গীয় ফোর্স সহ পাবনা সদর থানাধীন হেমায়েতপুর ইউপির বাবুলের মোড়ে জনৈক হাফিজুলের সেলুনের সামনে সফল অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন,
মোঃ হাসমত আলী (২৬) পিতা: উম্মত মালিথা।
মাতা: মোছাঃ হাসিনা খাতুন।
ঠিকানা: চর ঘোষপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।
সানা আহমেদ (৩৫)
পিতা: মৃত শফিউদ্দিন মালিথা।
মাতা: নাজমা বেগম
ঠিকানা: দিলালপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।আসামীদের কাছ থেকে উদ্ধারকৃত মালামাল: ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা, মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।