বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার উদ্যোগে গতকাল পাবনা সদর হাসপাতাল গেটের সামনে ‘জাতীয়তাবাদ ও জিয়া পরিবার’ শীর্ষক ভিডিও চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশামূলক বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার। উদ্বোধক হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করে স্বাগত বক্তব্য দেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান। প্রধান অতিথি বলেন বিএনপি একটি সুশৃংখল রাজনৈতিক দল। এখানে চাঁদাবাজ এবং দূর্নীতিবাজদের কোন স্থান নেই।
যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে দূর্নীতি ও চাঁদাবাজি করে প্রকৃত পক্ষে সে কখনোই বিএনপি কর্মী বা নেতা হতে পারে না। তিনি শহীদ জিয়ার আদর্শ তুলে ধরে সকল নেতা কর্মীকে সেই আদর্শে চলার আহবান জানান। ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, সারা জেলা থেকে সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগী এবং তার আত্মীয় স্বজন যেন সঠিক সেবা পান সে ব্যাপারে এলাকার বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান। জাসাস জেলা শাখার সদস্য সচিব আব্দুল মান্নান ভূইয়ার সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফ প্রামানিক, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সংগ্রাম তালুকদার, আইন সম্পাদক এড. আল মুসতাসিম নবী নিকু, এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সহসভাপতি সানোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে বাংলাদেশী জাতীয়তাবাদ ও জিয়া পরিবারের বিভিন্ন কর্মকান্ডের ভিডিও প্রদর্শণ করা হয়।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন্, যুবদলের যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মিরাজুল ইসলাম, পৌর ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শামসুর রহমান বানি, বিএনপি নেতা আলহাজ্ব এস এম আলমগীর হোসেন পারভেজ, মোঃ আবু তাহের, হাকিম আহমেদ সাইদী, আটঘরিয়া জাসাসের সদস্য সচিব আবুজার ফয়সাল, পৌর জাসাসের যুগ্ম আহবায়ক মোঃ রজব আলী, ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বন্ধন, জাসাস নেতা হাজী আব্দুল্লাহ, শামীম, বিপ্লব, আলীম, মিঠুন, মিরাজ, মিজান সহ বৃহত্তর শালগাড়িয়া অঞ্চলের বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।