সাবেক প্রধান বিচারপতি এবং আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হককে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। এ বি এম খায়রুল হকের আগে দেশের আর কোনো প্রধান বিচারপতিকে আসামি হয়ে আদালতে দাঁড়াতে হয়নি।
বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এনে হাজতখানায় রাখা হয়। পুলিশের পক্ষ থেকে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
সে বিষয়ে শুনানির জন্য রাত সোয়া ৮টার দিকে খায়রুল হককে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সানাউল্লাহর আদালতে হাজির করা হয়।
সাবেক এই প্রধান বিচারপতিকে বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হল, সেটি দায়ের করা হয়েছে গত ৬ জুলাই।
গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আবদুল কাইয়ুম আহাদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ওই ঘটনায় তার বাবা আলা উদ্দিন যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করা হয়।