প্রাথমিক পর্যায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাদ দিয়ে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ একটি বড় ধরনের ষড়যন্ত্র ও কোমলমতি শিশুদের সঙ্গে বৈষম্য করা। এ ধরনের হঠকারী ও বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জারি করা প্রজ্ঞাপন বাতিল করে আগের মতো সরকারি বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেওয়ার জোর দাবি জানিয়েছেন বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের নেতারা।
বুধবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংগঠনের চেয়ারম্যান ইসকান্দর আলী হাওলাদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মহাসচিব মো. রেজাউল হক।
রেজাউল হক বলেন, ‘দেশে ৫০ হাজারের বেশি কিন্ডারগার্টেন প্রায় ১ কোটির বেশি শিক্ষার্থী পাঠদান করছে। প্রাথমিক শিক্ষা প্রসার লাভে এসব বেসরকারি প্রতিষ্ঠানগুলো অগ্রণী ভূমিকা পালন করে চলছে। এ অবস্থায় দেশের একটি বড় অংশকে বাদ দিয়ে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা নেওয়ার এ সিদ্ধান্ত কোনোভাবে যুক্তিসঙ্গত নয়। এটা অন্য শিক্ষার্থীদের হতাশ করা ও তাদের সঙ্গে প্রতারণা ছাড়া অন্য কিছু নয়।’
ইস্কান্দার আলী হাওলাদার বলেন, ‘একই দেশে দুই রকম আইন কীভাবে চলে? প্রাইমারির বাচ্চারা উপবৃত্তি টিফিনসহ সব ফ্রি পাবে, অপরদিকে কিন্ডারগার্টেনের বাচ্চারা বৃত্তি পরীক্ষার মতো প্রতিযোগিতায় অংশগ্রহণেরই সুযোগ পাবে না, এ কেমন আইন?’
সম্মেলনে বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন তাজুল ইসলাম নজরুল, আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম, ডা. মো. হাসান আলী, সাংবাদিক তোফায়েল আহাম্মদ তানজীর, মো. হাসানুজ্জামান খসরু, মো. ইশ্রাফিল হোসেন ও আলহাজ্জ আব্দুল মতিন ও খলিলুর রহমান প্রমুখ।