পাবনা জেলার সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ (সিটিটিসি)। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের মামলা রয়েছে।
বুধবার (২৩ জুলাই) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, এ দিন বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর পল্টন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির একটি বিশেষ টিম। গ্রেফতার মাহবুবুল আলম বাচ্চু পাবনা জেলার সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রয়েছে।
ডিএমপি আরও জানায়, মাহবুবুল আলম বাচ্চুর বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া ও বেড়া থানায় আরও একাধিক মামলা রয়েছে। যদিও এসব মামলার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে অতীত ও বর্তমান কার্যক্রম খতিয়ে দেখছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।