০১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অতীতের জালিমও আমাদের দমাতে পারেনি: জামায়াত আমির

  • Reporter Name
  • Update Time : ০৭:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১৪ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কোনও জালিমকে ভয় করি না। অতীতের জালিমও আমাদের দমাতে পারেনি, ভবিষ্যতের দমনচেষ্টাও ব্যর্থ হবে। যতদিন মানুষের মুক্তি না আসবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে।’

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার চর মিরকামারী গ্রামে জামায়াতের এক প্রয়াত কর্মীর কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে মানুষ নিরাপদে থাকবে, সম্মান নিয়ে বাঁচবে। সেখানে জাত, ধর্ম, দল, বর্ণের ভিত্তিতে কোনও বৈষম্য থাকবে না। দুর্নীতি ও হিংসা প্রতিহিংসার স্থান থাকবে না।’

তিনি বলেন, ‘জামায়াত একটি মজলুম সংগঠন। এই দেশ, জাতি জানে আমরা কীভাবে নির্যাতিত হয়েছি। তবুও আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা চাই ন্যায়বিচার ও রাষ্ট্রীয় সংস্কার। যারা নিপীড়িত, তারা যেন তাদের প্রাপ্য বিচার পান, সেই সহানুভূতির জায়গা থেকেই আমরা পাশে দাঁড়াতে চাই।’

তিনি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের প্রসঙ্গ টেনে বলেন, ‘সরকারি হিসাবে ২৭ জন বলা হলেও আমাদের বিশ্বাস সংখ্যাটা এর চেয়েও বেশি। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। নিহত ও আহতদের পরিবারের পাশে সংগঠন সর্বাত্মক সহযোগিতা করবে রক্ত, অর্থ যা লাগবে, আমরা দেবো।’

এর আগে দিন শুরু করেন খুলনার দাকোপে জামায়াতের প্রয়াত নেতা আবু সাঈদের কবর জিয়ারত দিয়ে। পরে হেলিকপ্টারে তিনি সরাসরি ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন এবং সেখান থেকে চর মিরকামারী যান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

জনপ্রিয় খবর

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে, শামছুর রহমান শিমুল বিশ্বাসের শুভেচ্ছা

অতীতের জালিমও আমাদের দমাতে পারেনি: জামায়াত আমির

Update Time : ০৭:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কোনও জালিমকে ভয় করি না। অতীতের জালিমও আমাদের দমাতে পারেনি, ভবিষ্যতের দমনচেষ্টাও ব্যর্থ হবে। যতদিন মানুষের মুক্তি না আসবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে।’

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার চর মিরকামারী গ্রামে জামায়াতের এক প্রয়াত কর্মীর কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে মানুষ নিরাপদে থাকবে, সম্মান নিয়ে বাঁচবে। সেখানে জাত, ধর্ম, দল, বর্ণের ভিত্তিতে কোনও বৈষম্য থাকবে না। দুর্নীতি ও হিংসা প্রতিহিংসার স্থান থাকবে না।’

তিনি বলেন, ‘জামায়াত একটি মজলুম সংগঠন। এই দেশ, জাতি জানে আমরা কীভাবে নির্যাতিত হয়েছি। তবুও আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা চাই ন্যায়বিচার ও রাষ্ট্রীয় সংস্কার। যারা নিপীড়িত, তারা যেন তাদের প্রাপ্য বিচার পান, সেই সহানুভূতির জায়গা থেকেই আমরা পাশে দাঁড়াতে চাই।’

তিনি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের প্রসঙ্গ টেনে বলেন, ‘সরকারি হিসাবে ২৭ জন বলা হলেও আমাদের বিশ্বাস সংখ্যাটা এর চেয়েও বেশি। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। নিহত ও আহতদের পরিবারের পাশে সংগঠন সর্বাত্মক সহযোগিতা করবে রক্ত, অর্থ যা লাগবে, আমরা দেবো।’

এর আগে দিন শুরু করেন খুলনার দাকোপে জামায়াতের প্রয়াত নেতা আবু সাঈদের কবর জিয়ারত দিয়ে। পরে হেলিকপ্টারে তিনি সরাসরি ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন এবং সেখান থেকে চর মিরকামারী যান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।