২৩ জুলাই, ২০২৫ রোজ বুধবার আটঘরিয়া উপজেলা জাসাসের আহবায়ক, মিডিয়া সেল ক্যামেরা পার্সন মো শাহিনুর ইসলামের সভাপতিত্বে ও আটঘরিয়া উপজেলা জাসাসের যুগ্ন আহবায়ক মো রফিকুল ইসলামের সঞ্চালনায় রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলষ্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের এবং নিহত পাইলটের রুহের মাগফেরাত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় পাবনা জেলার আটঘরিয়া উপজেলা জাসাস আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আটঘরিয়া উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহ্বায়ক মোঃ আছিমউদ্দিন, আটঘরিয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস খাঁন, সাংগঠনিক সম্পাদক হোসেন বাবু, আটঘরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন, সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন মুঞ্জ, আটঘরিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিব রায়হান, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আয়াতুল্লাহ, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ রাজু সাদ্দাম, জাসাস আটঘরিয়া উপজেলার সদস্য সচিব আবুজার ফয়সাল, যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য রুহুল আমিন, তোফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।