উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ছাত্র পাঁচ হাজার ৩৫৬ জন এবং ছাত্রী তিন হাজার ৩৫৪ জন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার দুপুরে ফলাফল প্রকাশিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান জানান।
এবারের এসএসসি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ১৯১ জন। এর মধ্যে ৩০ হাজার ১৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৩৪৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হন আট হাজার ৭১০ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ছাত্র পাঁচ হাজার ৩৫৬ জন এবং ছাত্রী তিন হাজার ৩৫৪ জন।
ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য https://result.bou.ac.bd/ ওয়েবসাইটে জানা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।