২০ জুলাই ২০২৫, সন্ধ্যায় টিকরি, দাপুনিয়া ইউনিয়ন, পাবনা সদরে ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) এ. কে. এম. রাসেল ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ২০ গ্রাম হেরোইন সহ আজাদ ব্যাপারী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
অভিযানটি পরিচালিত হয় পাবনা সদর থানাধীন দাপুনিয়া ইউনিয়নের টিকরি গ্রামে জনৈক আবুল কাশেম ব্যাপারির মালিকানাধীন আমবাগানে, যেখানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক লেনদেনের চেষ্টার সময় একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিবরণ:
নাম: মোঃ আজাদ ব্যাপারী (৪০)
পিতা: মৃত ফজর ব্যাপারী
মাতা: বেগস
ঠিকানা: নাজিরপুর পশ্চিমপাড়া, থানা– পাবনা সদর, জেলা– পাবনা
উদ্ধারকৃত মাদক: ২০ (বিশ) গ্রাম হেরোইন
ধৃত আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় মামলা রুজু করা হয়েছে।