০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে এনসিপির পদযাত্রা শুরু

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৮ Time View

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার কক্সবাজার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার পদযাত্রা। দুপুর ১টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে জনসভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন জানান, আজ শনিবার কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি শুরু করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজার পৌঁছেছেন। শনিবার দুপুর ১টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরি ও শহীদ দৌলত ময়দানে আসবে। সেখানে জনসভা অনুষ্ঠিত হবে। এ জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এস এম সুজা উদ্দিন বলেন, ‘কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে মানুষ বাস টার্মিনালে জমায়েত হওয়ার ইচ্ছে পোষণ করেছে। কক্সবাজারে জুলাই আন্দোলন যেভাবে শহরের বাইরে থেকে শুরু করে ক্রমান্বয়ে শহরে প্রবেশ করেছে, সেইভাবে প্রবেশ করছে পদযাত্রাটি। জনসভাটি জনঅরণ্যে পরিণত হওয়ার আশা করছি।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজার রাজনৈতিকভাবে ঊর্বর ভূমি। এটা আন্তর্জাতিক শহর। আশা করি, এখানে গোপালগঞ্জের মতো কোনও ঘটনা ঘটবে না। এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় হয়েছে। আশা করি সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।’

কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন, ‘সব উপজেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা জুলাই গণ-অভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে জনসভায় রূপ নেবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা ফেরার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সাথে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

জনপ্রিয় খবর

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে, শামছুর রহমান শিমুল বিশ্বাসের শুভেচ্ছা

কক্সবাজারে এনসিপির পদযাত্রা শুরু

Update Time : ০২:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার কক্সবাজার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার পদযাত্রা। দুপুর ১টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে জনসভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন জানান, আজ শনিবার কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি শুরু করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজার পৌঁছেছেন। শনিবার দুপুর ১টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরি ও শহীদ দৌলত ময়দানে আসবে। সেখানে জনসভা অনুষ্ঠিত হবে। এ জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এস এম সুজা উদ্দিন বলেন, ‘কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে মানুষ বাস টার্মিনালে জমায়েত হওয়ার ইচ্ছে পোষণ করেছে। কক্সবাজারে জুলাই আন্দোলন যেভাবে শহরের বাইরে থেকে শুরু করে ক্রমান্বয়ে শহরে প্রবেশ করেছে, সেইভাবে প্রবেশ করছে পদযাত্রাটি। জনসভাটি জনঅরণ্যে পরিণত হওয়ার আশা করছি।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজার রাজনৈতিকভাবে ঊর্বর ভূমি। এটা আন্তর্জাতিক শহর। আশা করি, এখানে গোপালগঞ্জের মতো কোনও ঘটনা ঘটবে না। এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় হয়েছে। আশা করি সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।’

কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন, ‘সব উপজেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা জুলাই গণ-অভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে জনসভায় রূপ নেবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা ফেরার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সাথে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।