পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নের সদিরাজপুর আনিসমোড় থেকে সদিরাজপুর গুচ্ছগ্রাম পর্যন্ত চলাচলের একমাত্র ২ কিলোমিটারের সড়ক, জরাজীর্ণ, খানাখন্দে ভরা সড়কটি সংস্কারের মাধ্যমে পাকাকরণ এবং যানবাহন চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রামবাসী ও কোমলমতি শিক্ষার্থীরা।
শুক্রবার (১৮ জুলাই) সকালে সদিরাজপুর গুচ্ছগ্রাম সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীদর সাথে যোগ দেন গ্রামবাসী, এতে এলাকার কয়েক শ’ মানুষ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা অবিলম্বে কাদাযুক্ত কাঁচা সড়কটি সংস্কার করে পাকাকরণের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী করে তৈরির দাবী জানান।
প্রতিদিন এই পথে স্কুল, কলেজ, অফিসগামী যাতায়াতকারীদের পড়তে হয় বিপদে। চারটি গ্রামের কয়েক হাজার মানুষের এই ভাঙা রাস্তা পেরিয়ে প্রতিদিন যেতে হচ্ছে গন্তব্যে।
একজন বাসিন্দা বলেন, “প্রায় প্রতিদিন কেউ না কেউ এই রাস্তায় পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। কখনো বাইক, কখনো সাইকেল উল্টে যাচ্ছে। ২ কিলোমিটার রাস্তার ভোগান্তির যেন শেষ নেই, খাল খন্দে ভরা সড়কে ধানের চারা রোপন করে প্রতিবাদ মানববন্ধন করে।
এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে কয়েক হাজার গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়কটিকে কাঁচা সড়ক থেকে পাকাকরণের মাধ্যমে ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে যোগ দেন গ্রামবাসীরা। এতে এলাকার কয়েক শ’ মানুষ অংশগ্রহণ করেন।
কোমলমতি শিক্ষার্থীরা ও গ্রামবাসীরা বলেন, প্রচণ্ড বৃষ্টির ফলে কাঁচা সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদাঁপানি জমে গেছে। এর ফলে প্রতিদিন কাঁদাপানি পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। সড়কটিতে চলাচলের অনুপযোগী হওয়ায় আমরা স্কুল শিক্ষার্থীদের যাতায়াতে খুব কষ্ট হয়।
তারা আরো বলেন, এ ছাড়া বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা কেন্দ্রে যাতায়াতে খুবই ভোগান্তির শিকার হতে হয়। আমরা অবিলম্বে রাস্তাটির সংস্কার করে জনসাধারণ ও যানবাহন চলাচলের ব্যবস্থা করতে যযথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি।