পাবনার সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার প্রধান অভিযুক্ত পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খাঁকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৫ জুলাই) দুপুরে সুজানগরের চরভবানীপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মজিবর চর সুজানগরের মৃত নায়েব আলী খাঁর ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপি সাবেক ক্রীড়া ও যুববিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমান পৌর বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিবের অনুসারী বলে জানা গেছে।
র্যাব পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, সুজানগরের পৌর এলাকার নন্দিতা সিনেমা হলের সামনে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার বিষয়টি সারা দেশে ব্যাপক আলোচিত হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে আসামিরা গাঁ ঢাকা দেন। র্যাবের একটি চৌকস টিম সেই মামলার প্রধান আসামি মজিবর খাঁকে সোমবার দুপুরে চরভবানীপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে।
পাবনা র্যাবের অধিনায়ক এডিশনাল ডিআইজি আতিকুর রহমান খান পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সুজানগরের সংঘর্ষের ঘটনার মামলা রয়েছে। তিনি সেই মামলার প্রধান আসামি। আমরা থানা পুলিশকে সোপর্দ করেছি। রিমান্ড নিলেও পুলিশ নিতে পারবে।