‘পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু’, ‘ঈশ্বরদী বিমানবন্দর চালু’, ‘পাবনার সড়ক চার লেনে উন্নীতকরণ’ এবং ‘আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর’—এই চার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’। তাদের এই দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাবনা প্রেসক্লাব।
মঙ্গলবার (৮ জুলাই) পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন শেকড় ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—১৩ জুলাই শহীদ চত্বরে সর্বস্তরের জনতার অংশগ্রহণে মানববন্ধন এবং ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত পাবনাজুড়ে গণসাক্ষর অভিযান। সংগ্রহকৃত স্বাক্ষর সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।
শেকড় ফাউন্ডেশনের নেতারা জানান, রাজনৈতিক সদিচ্ছার অভাব ও প্রশাসনিক জটিলতায় এসব গুরুত্বপূর্ণ উদ্যোগ বারবার বাধাগ্রস্ত হচ্ছে।
অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, ‘শেকড় পাবনা ফাউন্ডেশনের এই যৌক্তিক দাবিগুলোর পাশে প্রেসক্লাব সবসময় থাকবে। সাংবাদিক সমাজ এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।’
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘শেকড় পাবনা ফাউন্ডেশনের দাবি মানে পাবনার মানুষের দাবি। প্রেসক্লাব এই দাবির পক্ষে কাজ করবে এবং প্রয়োজন হলে আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হবে।’
শেকড় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বৃহত্তর গণআন্দোলনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।