০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ দলে একজন ‘কুশল মেন্ডিস’ চান মুশতাক

  • Reporter Name
  • Update Time : ০১:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ১২ Time View

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা অভ্যাসে পরিণত হয়েছে। কোনও ব্যাটারই দলের দায়িত্ব নিতে পারছেন না। দায়িত্বহীন ব্যাটিংয়ের খেসারত দিতে হচ্ছে দলের হারে। বৃহস্পতিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারের জন্য দায় ব্যাটাররা। বড় কোনও ইনিংস খেলতে পারছেন না তাদের কেউ। এই ম্যাচেই লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস অবিশ্বাস্য শুরু এনে দিয়ে ম্যাচ জয়ের নায়ক। তার মতো একজন ব্যাটারের অভাব বাংলাদেশ দলে, এমনটা মনে করছেন কোচ মুশতাক আহমেদ।’

কুশলের উদাহরণ টেনে মুশতাক বললেন, ‘আমরা ভালো শুরু করেও তা ধরে রাখতে পারিনি। কুশল মেন্ডিস যেটা করে যাচ্ছে, আমাদের মধ্যে যারা ফর্মে আছে, তাদের মধ্যে কাউকে মেন্ডিসের মতো করে আমাদের হয়ে কাজটা করে দিতে হবে। ৩০-৪০ করে আউট না হয়ে গিয়ে ইনিংসটাকে বড় করতে হবে। আমাদের ব্যাটিংয়ের জন্য এটা জরুরি।’

বাংলাদেশ ৫ উইকেটে করে ১৫৪ রান্ ১৫-২০ রান কম করা হয়েছে মনে করেন স্পিন কোচ, ‘এই পিচে আমার মনে হয় ১৭০ কিংবা ১৭৫ রান পার স্কোর ছিল। আমরা যদি ওই রানটা করতে পারতাম এবং পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারতাম তাহলে ভিন্ন কিছু হতে পারতো। তবে আমার মনে হয় পরের দিকে ছেলেরা ভালোভাবে কামব্যাক করেছে।’

শ্রীলঙ্কার প্রাপ্য কৃতিত্ব দিয়েছেন মুশতাক, ‘অবশ্যই প্রথমে কৃতিত্ব দিতে হবে শ্রীলঙ্কান দলকে। তারা দারুণ ইতিবাচক ক্রিকেট, আগ্রাসী ক্রিকেট খেলেছে। আমাদের জন্য হতাশা। আমরা ভালো শুরু করেছি, সেখানেই ম্যাচ শেষ করে দেওয়া যেতো, তবে আমরা তা পারিনি। শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতেই হবে, আমাদের ব্যাটিংয়ে উন্নতি লাগবে।’ 

মোহাম্মদ নাঈমের ব্যাটিং ইন্টেন্ট নিয়ে তার মত, ‘আমার মনে হয় নাঈম খুবই চেষ্টা করেছে। সে উড়িয়ে মারার চেষ্টা করেছে। কিন্তু পারেনি। কোচ হিসেবে আমার এটা দেখতে হবে সে তার নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছে। অনেক সময় এমন হয় আপনি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন না। নাঈমের ইন্টেন্ট কিন্তু খারাপ ছিল না। আপনি যদি খেয়াল করেন, তাহলে দেখবেন সে প্রতিটা বলে মারার চেষ্টা করেছে। কিন্তু সব চেষ্টা করলেও অনেক সময় সেগুলো কাজে আসে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

জনপ্রিয় খবর

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে, শামছুর রহমান শিমুল বিশ্বাসের শুভেচ্ছা

বাংলাদেশ দলে একজন ‘কুশল মেন্ডিস’ চান মুশতাক

Update Time : ০১:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা অভ্যাসে পরিণত হয়েছে। কোনও ব্যাটারই দলের দায়িত্ব নিতে পারছেন না। দায়িত্বহীন ব্যাটিংয়ের খেসারত দিতে হচ্ছে দলের হারে। বৃহস্পতিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারের জন্য দায় ব্যাটাররা। বড় কোনও ইনিংস খেলতে পারছেন না তাদের কেউ। এই ম্যাচেই লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস অবিশ্বাস্য শুরু এনে দিয়ে ম্যাচ জয়ের নায়ক। তার মতো একজন ব্যাটারের অভাব বাংলাদেশ দলে, এমনটা মনে করছেন কোচ মুশতাক আহমেদ।’

কুশলের উদাহরণ টেনে মুশতাক বললেন, ‘আমরা ভালো শুরু করেও তা ধরে রাখতে পারিনি। কুশল মেন্ডিস যেটা করে যাচ্ছে, আমাদের মধ্যে যারা ফর্মে আছে, তাদের মধ্যে কাউকে মেন্ডিসের মতো করে আমাদের হয়ে কাজটা করে দিতে হবে। ৩০-৪০ করে আউট না হয়ে গিয়ে ইনিংসটাকে বড় করতে হবে। আমাদের ব্যাটিংয়ের জন্য এটা জরুরি।’

বাংলাদেশ ৫ উইকেটে করে ১৫৪ রান্ ১৫-২০ রান কম করা হয়েছে মনে করেন স্পিন কোচ, ‘এই পিচে আমার মনে হয় ১৭০ কিংবা ১৭৫ রান পার স্কোর ছিল। আমরা যদি ওই রানটা করতে পারতাম এবং পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারতাম তাহলে ভিন্ন কিছু হতে পারতো। তবে আমার মনে হয় পরের দিকে ছেলেরা ভালোভাবে কামব্যাক করেছে।’

শ্রীলঙ্কার প্রাপ্য কৃতিত্ব দিয়েছেন মুশতাক, ‘অবশ্যই প্রথমে কৃতিত্ব দিতে হবে শ্রীলঙ্কান দলকে। তারা দারুণ ইতিবাচক ক্রিকেট, আগ্রাসী ক্রিকেট খেলেছে। আমাদের জন্য হতাশা। আমরা ভালো শুরু করেছি, সেখানেই ম্যাচ শেষ করে দেওয়া যেতো, তবে আমরা তা পারিনি। শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতেই হবে, আমাদের ব্যাটিংয়ে উন্নতি লাগবে।’ 

মোহাম্মদ নাঈমের ব্যাটিং ইন্টেন্ট নিয়ে তার মত, ‘আমার মনে হয় নাঈম খুবই চেষ্টা করেছে। সে উড়িয়ে মারার চেষ্টা করেছে। কিন্তু পারেনি। কোচ হিসেবে আমার এটা দেখতে হবে সে তার নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছে। অনেক সময় এমন হয় আপনি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন না। নাঈমের ইন্টেন্ট কিন্তু খারাপ ছিল না। আপনি যদি খেয়াল করেন, তাহলে দেখবেন সে প্রতিটা বলে মারার চেষ্টা করেছে। কিন্তু সব চেষ্টা করলেও অনেক সময় সেগুলো কাজে আসে না।’