সালমান খানের বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। অনেকেই আশা ছেড়ে দিয়েছেন। কেউ কেউ এখনও জানতে চান, কবে বিয়ে করবেন সালমান? এবার ভাইজানও যেন বিয়ের ইঙ্গিত দিলেন! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আজ বুধবার সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। দিনটিতে বোনের স্বামীকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি পর্দার টাইগার। এ জন্য বেছে নিয়েছেন এমন এক ছবি যেখানে বোন অলভিরা খানের কাঁধে মাথা রেখে অতুল নিশ্চিন্তে ঘুমোচ্ছেন।
সঙ্গে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন অতুল। আমার ‘বিল’ (ব্রাদার-ইন-ল) মানে ভগ্নিপতি। আমার বোনকে যত্নে রেখেছ। তার জন্য ধন্যবাদ। আমিও তোমায় ভালোবাসি। তুমি শ্রেষ্ঠ স্বামী, সেরা বাবা।” এরপরই সেই সাড়া ফেলে দেওয়া বার্তা, “একদিন আমিও তোমার মতোই যথার্থ পুরুষ হয়ে উঠব।”
ভগ্নিপতির মতো হতে চান শুনেই নেটিজেনদের মধ্যে ফিসফাস চলছে। তবে কি বোন জামাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের বিয়ের বার্তাও ছড়িয়ে দিলেন? এমন প্রশ্ন মাথায় উঁকি দিয়েছে অনেকের।