বাংলাদেশের পাবনা জেলার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলাম সোহেলকে গভীর রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীতলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রানীতলা থানার পুলিশ হরিরামপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, ৪৫ বছর বয়সী সোহেল পাবনা সদর থানার কাচারীপাড়া মহল্লার বাসিন্দা। তিনি বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা এবং পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। তিনি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সোহেল পুলিশের কাছে দাবী করেন, আমি এলাকায় থাকলে আমাকে মেরে ফেলা হতো। শেখ হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, সেজন্যই আমিও ভারতে এসেছি নিজের প্রাণ বাঁচাতে। তিনি আরও জানান, ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণই ছিল তার অনুপ্রবেশের মূল কারণ। জানা গেছে, গোয়েন্দা বিভাগ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাও ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। গ্রেফতার হওয়া সোহেলের বিরুদ্ধে ১৪ ফরেনার্স আইন, পাসপোর্ট আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। রানীতলা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সোহেলকে মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতে তোলা হবে।
রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
-
Reporter Name
- Update Time : ০৫:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- ৩৩ Time View
Tag :
জনপ্রিয় খবর