জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ পাবনা আয়োজিত বৃক্ষ মেলা জমে উঠেছে।
স্বাধীনতা চত্বরে এই বৃক্ষ মেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নানা বয়স এবং শ্রেনী-পেশার মানুষ বিভিন্ন স্টলে ভিড় করছেন। অনেকেই এসেছেন পরিবার নিয়ে। সন্তানদের বিভিন্ন বৃক্ষ চেনাচ্ছেন কেউ কেউ। কাউকে কাউকে পছন্দের গাছ বা গাছের চারা কিনতে দেখা যায়।
মেলায় অনেক দূর্লভ প্রজাতির গাছ দেখা যায়। এইসব গাছের প্রতি মানুষের আগ্রহও বেশী।
মেলায় পরিবার নিয়ে ঘুরতে আসা দিলালপুরের চাকরিজীবী রিফাত রহমান বলেন স্ত্রী, ছোট বোন এবং দুই সন্তানকে নিয়ে এসেছি। কেন এসেছেন জানতে চাইলে তিনি বলেন – এই যান্ত্রিকতা এবং দূষিত পরিবেশে এক জায়গায় এত গাছের মধ্যে এসে যেন বুক ভরে শ্বাস নিতে পারছি। তাছাড়া এখানে অনেক দূর্লভ প্রজাতির গাছ আছে যা সচারাচর দেখা যায়না, সেগুলো সহ অন্যান্য গাছের সাথে সন্তানদের পরিচয় করিয়ে দিচ্ছি। আর কয়েকটি গাছ কিনেছি।
সপ্তম শ্রেণীতে পড়া রুপম এসেছে মায়ের সঙ্গে। সে জানায়, তাঁর ক্যাকটাস সহ আরও কিছু গাছের সংগ্রহ রয়েছে। তাঁর সংগ্রহে নেই এমন কিছু গাছ কিনতেই এসেছি। রুপমের মা জানান, ছেলে গাছ খুব ভালোবাসে। ছেলের জন্যই মেলায় আসা।
কয়েকটি নার্সারির কর্নধারের সাথে কথা বলে জানা যায়, বিক্রি খারাপ না। তবে সামনে মেলা আরও জমজমাট হবে বলে তাঁরা আশা করছেন।
বৃক্ষ মেলায় মানুষের ভিড়
-
তানভীর তাহারাত
- Update Time : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- ২৭ Time View
Tag :
জনপ্রিয় খবর