০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪

  • Reporter Name
  • Update Time : ০১:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৩৬ Time View

হজের আনুষ্ঠানিকতা সেরে রোববার গভীররাত পর্যন্ত দেশে ফিরছেন ৭৩ হাজার ৪৯৩ জন। আর হজ করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৪৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত ১৯০টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৩টি ফিরতি ফ্লাইটে ৩২ হাজার ৩৬২ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ২২৮ জন এবং সৌদি আরবের আরেক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৭৭৬ জন হাজি দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সে দেশে ফিরেছেন পাঁচ হাজার ৬৭২ জন হাজি।

ধর্ম মন্ত্রণালয় বলছে, ইতোমধ্যে ফিরতি পথের ৮৭ শতাংশ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এসব ফ্লাইটে ৮৬ শতাংশ হাজি দেশে ফিরেছেন।

এ বছর হজের ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন, যা শেষ হবে আগামী বৃহস্পতিবার।

গত ৫ জুন অনুষ্ঠিত হজের জন্য এবার সৌদি আরবে যান ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে যে ৪৪ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩৩ জনই পুরুষ ও ১১ জন নারী।

সবশেষ গেল শনিবার আবুল কালাম আজাদ নামের একজন মারা গেছেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার এ ব্যক্তি গত ৩০ মে ফ্লাইনাসের একটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আরও ১৪ জন হজযাত্রী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪

Update Time : ০১:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

হজের আনুষ্ঠানিকতা সেরে রোববার গভীররাত পর্যন্ত দেশে ফিরছেন ৭৩ হাজার ৪৯৩ জন। আর হজ করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৪৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত ১৯০টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৩টি ফিরতি ফ্লাইটে ৩২ হাজার ৩৬২ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ২২৮ জন এবং সৌদি আরবের আরেক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৭৭৬ জন হাজি দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সে দেশে ফিরেছেন পাঁচ হাজার ৬৭২ জন হাজি।

ধর্ম মন্ত্রণালয় বলছে, ইতোমধ্যে ফিরতি পথের ৮৭ শতাংশ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এসব ফ্লাইটে ৮৬ শতাংশ হাজি দেশে ফিরেছেন।

এ বছর হজের ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন, যা শেষ হবে আগামী বৃহস্পতিবার।

গত ৫ জুন অনুষ্ঠিত হজের জন্য এবার সৌদি আরবে যান ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে যে ৪৪ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩৩ জনই পুরুষ ও ১১ জন নারী।

সবশেষ গেল শনিবার আবুল কালাম আজাদ নামের একজন মারা গেছেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার এ ব্যক্তি গত ৩০ মে ফ্লাইনাসের একটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আরও ১৪ জন হজযাত্রী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।