০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে এলেন খামেনি

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৩৬ Time View

ইসরায়েলের সঙ্গে গত মাসে ১২ দিনের আকাশ যুদ্ধ শুরু হওয়ার সময় থেকে ‘নিরাপদ স্থানে’ চলে যাওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রকাশ্যে এসেছেন।

আশুরা উপলক্ষ্যে শনিবার এক ধর্মীয় অনুষ্ঠানে জনসম্মুখে হাজির হন তিনি; ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে সম্প্রচার করা ভিডিওতে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

ভিডিওতে দেখা গেছে, শিয়া মুসলিমদের ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন আশুরা পালন উপলক্ষ্যে একটি হলে অনেক লোক জমায়েত হয়েছেন। এই হলটিতে বিভিন্ন সময় ইরানের অনেক সরকারি অনুষ্ঠান হয়েছে। হলে খামেনি (৮৬) প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন দাঁড়িয়ে যান এবং স্লোগান দিতে শুরু করেন।

১৩ জুন ভোররাতে ইসরায়েলি বাহিনীর হঠাৎ আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া ওই ১২ দিনের যুদ্ধে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। তখনই ‘নিরাপদ স্থানে’ চলে যান খামেনি। এরপর থেকে শনিবারের আগে আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

নিরাপত্তাজনিত কারণে যুদ্ধ চলাকালে খামেনি জনগণের উদ্দেশে আগে ধারণকৃত বার্তা দিয়েছেন। ২৬ জুন আগে ধারণ করা তার একটি বিবৃতি ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে সম্প্রচার করা হয়। এই বিবৃতিতে খামেনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান আত্মসমর্পণ করবে না।

প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে খামেনি একটি বাঙ্কারে আশ্রয় নিয়ে ছিলেন। দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি শুরু হওয়ার পরও হত্যাকাণ্ডের শিকার হওয়ার আশঙ্কা থাকায় তিনি সেখানেই অবস্থান করছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Editor

জনপ্রিয় খবর

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে, শামছুর রহমান শিমুল বিশ্বাসের শুভেচ্ছা

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে এলেন খামেনি

Update Time : ০২:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

ইসরায়েলের সঙ্গে গত মাসে ১২ দিনের আকাশ যুদ্ধ শুরু হওয়ার সময় থেকে ‘নিরাপদ স্থানে’ চলে যাওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রকাশ্যে এসেছেন।

আশুরা উপলক্ষ্যে শনিবার এক ধর্মীয় অনুষ্ঠানে জনসম্মুখে হাজির হন তিনি; ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে সম্প্রচার করা ভিডিওতে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

ভিডিওতে দেখা গেছে, শিয়া মুসলিমদের ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন আশুরা পালন উপলক্ষ্যে একটি হলে অনেক লোক জমায়েত হয়েছেন। এই হলটিতে বিভিন্ন সময় ইরানের অনেক সরকারি অনুষ্ঠান হয়েছে। হলে খামেনি (৮৬) প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন দাঁড়িয়ে যান এবং স্লোগান দিতে শুরু করেন।

১৩ জুন ভোররাতে ইসরায়েলি বাহিনীর হঠাৎ আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া ওই ১২ দিনের যুদ্ধে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। তখনই ‘নিরাপদ স্থানে’ চলে যান খামেনি। এরপর থেকে শনিবারের আগে আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

নিরাপত্তাজনিত কারণে যুদ্ধ চলাকালে খামেনি জনগণের উদ্দেশে আগে ধারণকৃত বার্তা দিয়েছেন। ২৬ জুন আগে ধারণ করা তার একটি বিবৃতি ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে সম্প্রচার করা হয়। এই বিবৃতিতে খামেনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান আত্মসমর্পণ করবে না।

প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে খামেনি একটি বাঙ্কারে আশ্রয় নিয়ে ছিলেন। দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি শুরু হওয়ার পরও হত্যাকাণ্ডের শিকার হওয়ার আশঙ্কা থাকায় তিনি সেখানেই অবস্থান করছিলেন।