কাপড়ের ভেজা গন্ধ দূর করা যায় নানান প্রাকৃতিক উপাদান দিয়ে।
বৃষ্টির দিনে একটা বড় সমস্যা কাপড় সহজে না শুকানো আর ঘরের ভেজা গন্ধ বা স্যাঁতসেঁতে ভাব।
কখনও কখনও টানা কয়েক দিন বৃষ্টিপাতের কারণে ঘর আর জামাকাপড় দুটোই কাদা ও আর্দ্রতায় ভরপুর হয়ে পড়ে।
“এতে করে যেমন ঘরের পরিবেশ অস্বস্তিকর হয় তেমনই কাপড়ে দুর্গন্ধ ও ছত্রাকের সমস্যাও দেখা দেয়”- বললেন ‘গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজ) রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ’ বিভাগের প্রধান অধ্যাপক রিনাত ফৌজিয়া।
তিনি বর্ষাকালের এই সমস্যাগুলোর সমাধানে দিয়েছেন কিছু পরামর্শও।
ঘরের ভেতর ‘ড্রায়িং স্ট্যান্ড’ ব্যবহার
বৃষ্টির দিনে বারান্দা বা ছাদে কাপড় শুকানো সম্ভব হয় না। তাই ‘ইনডোর ড্রায়িং স্ট্যান্ড’ ব্যবহার করা উচিত। এখন বাজারে বিভিন্ন ভাঁজযোগ্য স্ট্যান্ড পাওয়া যায় যেগুলো খুব কম জায়গায় বসানো যায়। এটি ব্যালকনি, খোলা জানালার পাশে বা ফ্যানের নিচে রেখে কাপড় শুকানো সহজ হয়।
ফ্যান ও এক্সহস্ট ফ্যান চালু
ঘরে ভেজা-ভাব দূর করতে এবং কাপড় দ্রুত শুকাতে ফ্যান চালু রাখা অত্যন্ত জরুরি। যদি বাথরুম বা রান্নাঘরে এক্সহস্ট ফ্যান থাকে, সেগুলোও চালু রাখতে হবে। এতে ঘরের ভেতরের আর্দ্রতা কমবে ও বায়ু চলাচল স্বাভাবিক হবে।
ডিও-হিউমিডিফায়ার বা কাঠকয়লার ব্যবহার
ঘরের স্যাঁতসেঁতে ভাব কমানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ‘ডিও-হিউমিডিফায়ার’ ব্যবহার করা। যদিও এটি কিছুটা দামি, তবে খুব কার্যকর।
বিকল্প হিসেবে নারিকেলের খোল, কাঠকয়লা বা চা পাতাও ব্যবহার করা যায়। এগুলো একটা পাত্রে নিয়ে ঘরের এক কোণে রাখলে আর্দ্রতা শোষণ করে নেয়।
গরম পানিতে কাপড় কাচা ও স্পিন ড্রাই ব্যবহার
বর্ষাকালে সুতি, লিনেন কিংবা অন্য হালকা কাপড় কুসুম গরম পানিতে ধুলে পানি কম ধরে এবং দ্রুত শুকায়।
যদি ওয়াশিং মেশিন থাকে, তবে ‘স্পিন ড্রাই অপশন’ ব্যবহার করতে হবে। এতে কাপড় থেকে অতিরিক্ত পানি বের হয়ে আসে।
ঘরের জানালা দিনে খুলে, রাতে বন্ধ রাখা
বৃষ্টির সময় ঘরের জানালা দিনের বেলায় কিছুটা খোলা রাখলে বাইরের বাতাস ঘরে ঢুকতে পারে। তবে রাতে ঠাণ্ডা ও অতিরিক্ত আর্দ্রতা যেন না ঢোকে, তাই জানালা বন্ধ করে দিন।
ব্লিচ বা ভিনেগার দিয়ে কাপড় ধোয়া
সাদা জামাকাপড়ে ফাঙ্গাস বা দুর্গন্ধ হলে অল্প ব্লিচ বা সাদা ভিনেগার ব্যবহার করে ধুলে ভালো ফল পাওয়া যায়। এটি জীবাণু ধ্বংস করে এবং কাপড়ে দুর্গন্ধ ছড়াতে দেয় না।
ঘর পরিষ্কার ও শুকনো রাখা
বর্ষাকালে প্রতিদিন ঘরের মেঝে শুকনা কাপড় দিয়ে মুছে হবে। দরজার পাশে, জানালার কিনারায় পানি জমে থাকলে, মুছে ফেলতে হবে। রান্নাঘর ও বাথরুমে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখা জরুরি।
প্রয়োজনে বারবার শুকনা ‘মপ’ দিয়ে ঘরে মুছে নিতে হবে।
নিমপাতা ও কর্পূর ব্যবহার
নিমপাতা ও কর্পূরের প্রাকৃতিক জীবাণুনাশক গুণ রয়েছে। কাপড় রাখার আলমারিতে বা ঘরের এক কোণে এগুলো রাখলে স্যাঁতসেঁতে গন্ধ কমে এবং ছত্রাক হওয়ার সম্ভাবনা হ্রাস পায়।
ঘরে সুগন্ধি ব্যবহার
ঘরের ভেজা গন্ধ দূর করতে বাজারে পাওয়া যায় এমন স্প্রে অ্যারোমা ব্যবহার করা যেতে পারে। এছাড়া লেবু, কমলার খোসা শুকিয়ে কাপড়ের ভেতরে বা ঘরের কোণায় রাখলেও প্রাকৃতিক সুগন্ধ পাওয়া যায়।
হেয়ার ড্রায়ার বা আয়রন দিয়ে কাপড় শুকানো
খুব জরুরি কোনো কাপড় দ্রুত শুকাতে হলে হেয়ার ড্রায়ার ব্যবহার করা যায়। তবে হালকা কাপড়ের ক্ষেত্রে এটি বেশি কার্যকর।
আবার ইস্ত্রির মাধ্যমে কাপড় আয়রন করলেও তা শুকিয়ে যায় এবং ভাঁজ দূর হয়।
অতিরিক্ত পরামর্শ
- বৃষ্টি হলে বারান্দা ও জানালার পাশ থেকে পর্দা সরিয়ে ফেলতে হবে যাতে সেটা ভিজে না যায়। কারণ পর্দা ভারী হওয়ায় সহজে শুকায় না। আর ঘরে ভেজা গন্ধ তৈরি করে।
- বৃষ্টির দিনে মোটা কাপড় না কাচাই ভালো, কারণ শুকাতে বেশি সময় লাগবে।
- খাটের নিচে ও আলমারিতে ন্যাপথলিন, কাঠকয়লা বা সিলিকা জেল রাখলে স্যাঁতসেঁতে ভাব কমে।
- সিলিকা একটি নির্দিষ্ট ধরনের শোষণশীল পদার্থ, যা আর্দ্রতা (আবহাওয়ার আর্দ্রতা বা পানি) শোষণ করতে সক্ষম। এটি দেখতে ছোট ছোট সাদা, নীল বা কমলা রংয়ের দানাদার পদার্থের মতো হয়।
আরও পড়ুন